adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিশুর গুলিতে প্রাণ গেল প্রশিক্ষকের

chyeql1n শিশুর গুলিতে প্রাণ গেল  প্রশিক্ষকের শিশুর গুলিতে প্রাণ গেল  প্রশিক্ষকের chyeql1nআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নয় বছরের এক মেয়ে শিশুর গুলিতে প্রাণ হারিয়েছেন তার প্রশিক্ষক। গতকাল আরিজোনা অঙ্গরাজ্যের হোয়াইট হিলস এলাকার লাস্ট স্টপ শুটিং রেঞ্জে এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। প্রশিক্ষক চার্লেস ভাক্কা বয়স (৩৯) শক্তিশালী সাবমেশিন বন্দুক ‘উজি’ দিয়ে শিশুটিকে গুলি চালান শেখাচ্ছিলেন। এ সময়  শিশুটি স্বয়ংক্রিয় ওই বন্দুকের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গুলি বেরিয়ে আসে। এটি সোজা প্রশিক্ষক চার্লেসের মাথায় গিয়ে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বিমানে করে দ্রুত লাস ভেগাসের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কিছুক্ষণ পর তিনি মারা যান। শুটিং রেঞ্জে মেয়েটির সঙ্গে তার বাবামাও ছিলেন। তারা মেয়ের বন্দুক চালনা শেখার দৃশ্য ভিডিও করছিলেন। মার্কিন শিশুদের জন্য আগ্নেয়াস্ত্র চালনা শেখা অতি সাধারণ ঘটনা। এ কারণে অনেক শুটিং রেঞ্জে নিরাপত্তার জন্য বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়ে থাকে। তবে ঠিক কত বছর বযস থেকে তারা গুলি চালান শিখতে পারে এটি স্পষ্ট নয়। উল্লেখ্য, সাবমেরিন একটি ইসরায়েলি অস্ত্র। ৫০ এর দশকে এটি ইহুদি সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়। ইতিমধ্যে বহু দেশে এটি রপ্তানি করেছে ইসরায়েল এবং বেশ কিছু যুদ্ধে এ বন্দুক ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে মিনিটে ৬শ রাউন্ড গুলি বের হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া