adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ লাখ গ্রাহকে বিদ্যুত দিতে পারছে না সরকার

মনজুর-এ আজিজ : বিদ্যুতের নতুন সংযোগ পেতে জুলাই পর্যন্ত প্রায় ১৪ লাখ গ্রাহক আবেদন করেছেন। কিন্তু সাবস্টেশন ও ট্রান্সফরমার ওভারলোড সমস্যা কাটিয়ে উঠতে না পারায় বিদ্যুত সংযোগ দিতে পারছে না সরকার। বর্তমান সরকারের আমলে উতপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেলেও পাহাড় সমান আবেদন জমা থাকায় বিদ্যুত খাতের সাফল্য কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
সংশ্লিষ্টরা জানান, ক্ষমতার চেয়ে অতিরিক্ত সংযোগ দেওয়ায় হঠাত কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। বাড়তি চাহিদা তৈরি হওয়াকে ওভারলোড বলা হয়। এ সময় বিদ্যুত সরবরাহ বন্ধ করে না দিলে ট্রান্সফরমার জ্বলে যাওয়া, লাইন পুড়ে ও ছিঁড়ে যাওয়াসহ উপকেন্দ্র বিকল হওয়ার ঘটনা ঘটে। সর্বোচ্চ চাহিদার সময় ওভারলোড ফিডারগুলোয় একাধিকবার বিদ্যুত সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় বিতরণ কোম্পানিগুলো। আর এতেই বেড়ে যায় লোডশেডিং। 
জানা যায়, পাঁচটি বিতরণ কোম্পানির কাছে জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৯৫টি। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে আবেদন পড়েছে ১০ লাখ ৫০ হাজার ৯৪১টি। এ সংস্থার ৬ লাখ ৮০ হাজার ৫৭৭টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড ৭৩ হাজার ৬৭৮টি। চাহিদা অনুযায়ী বিদ্যুতের সংকট থাকায় আরইবির ৭০টি সমিতির অনেক এলাকায় সংযোগ প্রদান বন্ধ রয়েছে। 
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) কাছে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭টি। এ সং¯’ার ৫ হাজার ৬৭৯টি ট্রান্সফরমারের মধ্যে ৬২টি ওভারলোডেড থাকায় টঙ্গী ও রাজধানীর অভিজাত এলাকায় নতুন সংযোগ প্রদান বন্ধ রয়েছে। 
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২০৯টি। এ সংস্থার ট্রান্সফরমার ১৮ হাজার ৮৬৪টির মধ্যে ওভারলোডেড ২ হাজার ৩৭টি।  ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কাছে আবেদন পড়েছে ২৪ হাজার ৮৩৩টি। এ সংস্থার ৫ হাজার ৭৮৬টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড মাত্র চারটি। 
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে (ডিপিডিসি) আবেদন জমা পড়েছে ১০ হাজার ৯৬৫টি। এ সংস্থার ৯ হাজার ৭০৩টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড ৭০২টি। 
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বর্তমান সরকার ৪ হাজার ৭৭১ মেগাওয়াট ক্ষমতার ৫৭টি বিদ্যুকেন্দ্র স্থাপন করায় বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৪টিতে। এসব কেন্দ্রের সর্বোচ্চ উতপাদনক্ষমতা ৯ হাজার ৭১৩ মেগাওয়াট। এর সঙ্গে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট যুক্ত হয়ে সর্বোচ্চ ক্ষমতা দাঁড়িয়েছে ১০ হাজার ২১৩ মেগাওয়াটে। এছাড়া ৬ হাজার ৪৭১ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি কেন্দ্র নির্মাণাধীন। বর্তমানে উতপাদনের সক্ষমতা থাকলেও ওভারলোডের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুত সরবরাহ সম্ভব হচ্ছে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া