adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের সাজা ৩ মাস কমলো

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সাজা আংশিক মওকুফ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সাকিব জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও খেলতে পারবেন। তবে বিদেশি লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আসছে জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে খেলতে পারবেন সাকিব।
 মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 উল্লেখ্য, সাকিব আল হাসান অতীতে অন্যায় করে বহুবার শাস্তি পেয়েছেন, আবার ক্ষমা চেয়ে পারও পেয়েছেন। আচরণগত সমস্যার কারণে গত ৭ জুলাই সাকিবকে বোর্ড সভার সিদ্ধান্তক্রমে শাস্তি দেওয়া হয়েছে। এরপর ২০ জুলাই বিসিবির কাছে শাস্তি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সাকিব। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সঙ্গে বলেছেন, সব ঘটনার জন্যই তিনি অনুতপ্ত। সাকিবের আবেদনপত্র পেয়েও বিসিবি তুষ্ট। আর সেই কারণেই শাস্তি কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে ৭ জুলাই শৃঙ্খখলা ভঙ্গের দায়ে সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া