adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিতরে মন্ত্রী বক্তব্য দিচ্ছেন- বাইরে মারামারিতে ব্যস্ত ছাত্রলীগ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরনিজস্ব প্রতিবেদক : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কাদের বলেছেন, ‘কয়েক দিন আগে পত্রিকায় পড়লাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিজেরা নিজেরা সংঘর্ষ করেছে। পরে আবার দেখলাম তারা পুলিশের ওপর হামলা করেছে। এখানে ছাত্রলীগ বিভক্ত, বিরোধীদের শক্তি এক আছে। এভাবে থাকলে তো ছাত্রলীগের ওপর বিরোধীরা হামলা করবেই।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনায় যোগাযোগমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, অনুষ্ঠানস্থলের বাইরে তখন ছাত্রলীগের দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে।
বেলা পৌনে একটার দিকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যোগাযোগমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য শুরু করেন। পরে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতি একাকার হয়ে গেছে। এই দৃশ্যের পরিবর্তন করতে হবে।
উপাচার্যকে ‘মেরুদণ্ড’ সোজা করার পরামর্শ :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একজন শিক্ষক তাঁর পদোন্নতির জন্য কেন ছাত্রনেতার হাত ধরবে? আপনি (শিক্ষক) তো নিজ যোগ্যতায় শিক্ষক হয়েছেন।
এ সময় যোগাযোগমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে ইঙ্গিত করে বলেন, আপনি মেরুদণ্ড সোজা করুন। যদি শিক্ষকতার আদর্শকে ধারণ করেন আপনার ভয় কিসের?’
এদিকে যোগাযোগমন্ত্রী বক্তব্যে দেওয়ার সময় বেলা একটার দিকে মিলনায়তনের বাইরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষ ও সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলেও যোগাযোগমন্ত্রী তাঁর বক্তব্য চালিয়ে যান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া