adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির আয় কম ব্যয় বেশি- জাতীয় পার্টির আয়-ব্যয় দুটোই বেশি

3831_1ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ে বর্তমানে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আয়-ব্যয় কয়েকগুণ বেশি। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ২০১৩ সালে তিন কোটি ৩৭ লাখ টাকা আয় দেখিয়ে গতকাল কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেয়। 
অন্যদিকে বিএনপির মোট আয় ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা, ব্যয় দুই কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। সে হিসাবে ঘাটতি এক কোটি ৫১ লাখ টাকা।জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া ও যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন। তারা সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি ২০১৩ সালে আয় করেছে তিন কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৪২৯ টাকা ও ব্যয় দুই কোটি ৮২ লাখ ২১ হাজার ৫২৯ টাকা।
আগামী রোববার শেষ হচ্ছে রাজনৈতিক দলের হিসাব জমার সময়। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনো হিসাব জমা দেয়নি। দলটি ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে কমিশনে আবেদন করেছে। জাতীয় পার্টিও সময় চেয়েছিল। কমিশন রবিবার পর্যন্ত সময় বাড়িয়েছে। দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ১৪ আগস্ট পর্যন্ত সময় চেয়ে বর্ধিত সময়ে প্রতিবেদন জমা দেয়। ইসি কর্মকর্তারা জানান, ৪০টি নিবন্ধিত দলের মধ্যে গণফ্রন্টের এ বছর হিসাব না পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে দলটিকে জানিয়ে দেওয়া হবে। পরপর তিন বছর ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের কথাও জানানো হবে। এ ছাড়া এলডিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাপ, ইসলামী ঐক্যজোট, কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের নিরীক্ষা প্রতিবেদনের সব পৃষ্ঠায় স্বাক্ষর না থাকায় তা সংশোধন করে দিতে সময় বেঁধে দেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত দলকে আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কয়েকটি দলের আবেদনের পর গত বছর সময় বাড়ানো না হলেও এবার তা করেছে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন। বাপ্র

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া