adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিখুত অভিযানে অস্ত্র-ফেনসিডিল উদ্ধার

ডেস্ক রির্পোট : জেলায় পৃথক অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে ৯ বিজিবি সদস্যরা। রোববার রাত ৯টা ও ভোরে এসব মালামাল আটক করা হয়। ৯ বিজিবির উপ-পরিচালক ক্যাপ্টেন মো. মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা রোববার রাত ৩টায় ক্যাম্পের পশ্চিম দিকে পদ্মা নদীর পাড়ে অভিযান চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৭শ ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে, সোনামসজিদ বিওপির একটি টহল দল রোববার রাত প্রায় সাড়ে ৯টায় সোনামসজিদের তোহাখানা এলাকার একটি আমবাগানে ফাঁদ পেতে থাকে। এ সময় এক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া