adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ির ছাদ ছুঁয়ে বিমানবন্দরে প্লেনের ওঠানামা!

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িটির মাত্র ৪০ ফুট ওপর দিয়ে প্রতিদিন সহস্রাধিক উড়োজাহাজ ওঠানামা করে। অথচ এ ব্যাপারে বাড়ির বাসিন্দাদের কোনো বিরক্তি নেই। 
ইউরোপের ব্যস্ততম লন্ডনের হিথ্রো বিমানবন্দরের রানওয়ের কাছে বাড়িটির বর্তমান মূল্য প্রায় দুই লাখ ৭৬ হাজার ৯৪৬ পাউন্ড।
এই বাড়ির ছাদের ৪০ ফুট ওপর দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার ৮০টি এবং বছরে আড়াই লাখের বেশি উড়োজাহাজ ওঠানামা করে হিথ্রোয়। বিমানবন্দরের পাশেই মার্শাল এভিনিউয়ে অবস্থিত বাড়িটির বাসিন্দারা প্রতিনিয়ত উড়োজাহাজ ওঠানামার দৃশ্য অবলোকন করেন। উড়োজাহাজ ওঠা নামার দৃশ্যটিই দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করেন বাড়িটিতে।
ওই এলাকার বাসিন্দা ও গাড়িচালক হিমেশ প্যাটেল (২২) বলেন, দর্শনার্থীরা এতোই ভিড় করেন এবং এতোই মুগ্ধ থাকেন যে তাদের সরাতে অনেক সময় ঘণ্টা ধরে গাড়ির হর্ন বাজিয়েও রাস্তা থেকে সরানো যায় না।
উড়োজাহাজের ওঠানামা দেখতে লোকজন কম্বল, তাঁবু, চেয়ার, ক্যামেরা নিয়ে এসে বাড়িটির সামনে ভিড় জমান বলেও জানান তিনি।

প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে হিথ্রো বিমানবন্দরে উড়োজাহাজগুলো ওঠানামা করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া