adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : হাম্বানটোটায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জিতে ১-০ তে লিড নিল পাকিস্তান। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে আম্পায়ারদের সিদ্ধান্তে ৪৫ ওভারের ম্যাচ শুরু হয় । আর এতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৭৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। শ্রীলঙ্কার দেয়া রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। তবে ৩৯ রানে মোহাম্মদ হাফিজ আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এক পর্যায়ে ১০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ফাওয়াদ আলম কে সঙ্গে নিয়ে ১৪৭ রানের জুটি গড়েন শোয়েব মাকসুদ। ৬২ রান করে লাসিথ মালিঙ্গার বলে আউট হন ফাওয়াদ। আর ৭৩ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন মাকসুদ। শ্রীলঙ্কার ম্যাথিউস ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৮৯ রানের উপর ভর করে সাত উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওহাব রিয়াজের বলে বোল্ড হওয়ার আগে ৮৫ বলের এই ইনিংসটি তিনি নয়টি চার ও দুইটি ছয়ে সাজান। এছাড়া ৬৬ বলে ৬৩ রান করে রান আউট হন বিদায়ি টেস্ট খেলা মাহেলা জয়াবর্ধনে। আর শেষের দিকেআশান প্রিয়াঞ্জনের দ্রুত গতির ১৫ বলে ৩৯ রান শ্রীলঙ্কাকে বড় পুঁজি দিতে সাহায্য করে। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পান রিয়াজ ও দুটি উইকেট নেন মোহাম্মদ ইরফান। ম্যাচ সেরা হন মাকসুদ। সিরিজের পরের ম্যাচ একই মাঠে আগামী ২৬ আগষ্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া