adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তাবু নয়, যেনো চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক : নতুন কিছু উদ্ভাবনে মানুষের জুড়ি নেই। প্রতিনিয়ত নতুন কিছু উদ্ভাবন করে পৃথিবীবাসীকে দেখাতে প্রস্তুত থাকেন অনেকে। তেমনি ভিন্নরকম তাবু তৈরি করলেন এক কিশোর।
তাবুটি দেখতে পুরো চাঁদের মতো। মাটি থেকে তিন মিটার উপরে তাবুটিকে ঝোলাতে রুফুস মার্টিন নামের এ কিশোর বিশেষ কপিকল ব্যবহার করেছেন। মূলত তাবুটি ঝুলন্ত থাকে বলে একে চাঁদের মতো দেখা যায়।   
১৯ বছর বয়সী মার্টিন বলেন, যখন আমি তাবুটি বানিয়ে আলোকসজ্জা করে গাছে ঝুলিয়ে দেই তখন এটিকে পুরো চাঁদের মতো লাগছিলো।
natural_1তিনি আরও বলেন, তাবু তৈরির ধারণা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। একদিন দেখি আমার মা একটি পেঁয়াজ উপরের দিকে মেরে লুফে নিচ্ছেন। তখনি আমার মাথায় এ বুদ্ধি আসে।  
এটি তৈরি করা হয়েছে টেকসই সামুদ্রিক ক্যানভাস দিয়ে। সহজে এটি গুটিয়ে নিয়ে গাড়িতে বহন করা যাবে। দু’জন মানুষ আরামে থাকতে পারবেন এর ভিতরে। ঝোলানোর পর তাবুটিকে ছোট একটি চেইনের সাহায্যে সহজেই উপরে ওঠানো যাবে। বা-নি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া