adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড বুকে হেরাথ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এতদিন দখলে ছিল মুত্তিয়া মুরালিধরনের। এক যুগ পর সেই রেকর্ডটা বদলে দিলেন তারই এক স্বদেশি বোলার। পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ২৩ উইকেট শিকার করে দুই ম্যাচ টেস্ট সিরিজের সর্বোচ্চ উকেট সংগ্রহকারীর রেকর্ডটা এখন রঙ্গনা হেরাথের দখলে।
গল টেস্টে ৯ উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন রঙ্গনা হেরাথ। দ্বিতীয় টেস্টে জয়বর্ধনার বিদায়ী টেস্ট ম্যাচে তার বাঁ হাতের যাদু যেন আরও সানিত হয়ে ওঠে। বিদায়ী সতীর্থকে জয়ের সবটুকু আনন্দ দিতে  তিনি মেতে উললেন উইলোবাজ বধের উৎসবে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শেষে তার নামের পাশে লেখা হলো ১২৭ রান দিয়ে ৯ উকেট শিকারের কীর্তি। দ্বিতীয় ইনিংসেও পাক ব্যাটসম্যানদের কাছে যমদূত হিসেবেই আর্বিভূত হলেন লঙ্কান স্পিনার। পাক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ ছাড়া বাকি সবাই এদিন সামিল হয়েছেন আসা যাওয়ার মিছিলে। আর পাঁচ উইকেট নিয়ে সেই মিছিলটা ত্বরান্বিত করলেন রঙ্গনা হেরাথ।
দুই টেস্ট শেষে রঙ্গনা হেরাথের সংগ্রহ ২৩ উইকেট! এর আগে ২০০২ সালের জানুয়ারি মাসে জিম্বাবুয়-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজে মুরালিধরন সংগ্রহ করেছিলেন ২২ উইকেট। ঐ কীর্তিতে ক্রিকেট ইতিহাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নামটা লেখাছিল মুরালিধরনেরই। আর একযুগ পার সেই রেকর্ড দখলে গেল আরেক লঙ্কান স্পিনারের। পাকিস্তানি ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে অনন্য রেকর্ডটা এখন রঙ্গনা হেরাথের দখলে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া