adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেদেরারের ষষ্ঠ, সেরেনার প্রথম

two ফেদেরারের ষষ্ঠ, সেরেনার প্রথম ফেদেরারের ষষ্ঠ, সেরেনার প্রথম two e1408359748265স্পোর্টস ডেস্ক : সিনসিনাটি মাস্টার্সে ষষ্ঠ শিরোপা জয় করে নিলেন টেনিস কোর্টের রাজা রজার ফেদেরার। আর প্রথবারের মত এই শিরোপার স্বাদ পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।
রোববার ডেভিড ফেরারকে ৬-৩, ১-৬, ৬-২ সেটে হারিয়ে শিরোপা জয় করে নেন সুইস তারকা ফেদেরার। এই জয়ে ইউএস ওপেনের জন্য আত্মবিশ্বাসের সব রকম রসদ যোগাড় করেই বিজয়ীর বেশে বাড়ি ফিরছেন তিনি। আর এই প্রতিযোগিতার নিয়মিত সাফল্যটাও তার ভক্তদের কাছে চিরচেনা দৃশ্য হয়ে গেছে। আর মাস্টার্স টেনিসে এটি তার ২২তম শিরোপা।
জয়ের পর এখানে নিয়মিত সাফল্যের কারণ জানতে চাইলে ফেদেরার বলেন, ‘আমি জানি না। শুধু জানি এখানে খেলে আনন্দ পাই আমি।’
সেরেনা মাত্র ৬২ মিনিটে হারান আনা ইভানোভিচকে। রোববার ৬-৪, ৬-১ সেটের জয়ে ষষ্ঠ বারের মত এই আসরে এসে শিরোপার স্বাদ গ্রহণ করলেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া