adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজা সীমান্তে আবার ইসরাইলি সেনা-যে কোনো সময় যুদ্ধ

যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ; গাজা সীমান্তে আবার ইসরাইলি সেনাআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে আবার সেনা মোতায়েন করা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ সোমবার হামাস ও ইসরাইলের মধ্যকার পাঁচদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগ মুহূর্তে ইসরাইল এ পদক্ষেপ নিল।
ইরানের প্রেস টিভি খবর দিয়েছে-সাম্প্রতিক ভিডিও ফুটেজে দেখা গেছে গাজা সীমান্তে ইসরাইলি ট্যাংক ও বুলডোজার জড়ো করা হচ্ছে। এদিকে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের আগ্রাসন বন্ধ এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রোয় আজ আবার আলোচনা করবে।
এর আগে, গত বুধবার ইসরাইল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচ দিন বাড়াতে একমত হয়েছিল। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আজ। হামাস বলেছে, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যহারসহ তাদের ন্যায্য দাবিগুলো না মানলে কোনোমতেই স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে না।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি সর্বশেষ বিবৃতিতে বলেছেন, তারা যুদ্ধবিরতির চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন তবে দখলদাররা অচলাবস্থা সৃষ্টি করে তাতে বাধা দিচ্ছে।
 হামাস বলছে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সমুদ্র ও বিমানবন্দর চালুর অধিকার দিতে হবে। অন্যদিকে ইসরাইল বলছে-হামাসকে নিরস্ত্র করা হলেই কেবল তারা অবরোধ তুলবে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া