adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইনের খসড়া অনুমোদন- সংসদ ফিরে পাচ্ছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক : বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফেরাতে সংবিধানের ষোড়শ সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন। সংশোধিত আইনের খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি এবং সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টের কোনো বিচারককে অপসারণ করা যাবে না।
মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিধি অনুযায়ী আইনের খসড়া যাবে সংসদীয় স্থায়ী কমিটিতে। এরপর দশম সংসদের তৃতীয় অধিবেশনেই এ-সংক্রান্ত  বিল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। আইনটি সংসদে পাস হলে সংবিধানে ষোড়শ সংশোধন অন্তর্ভুক্ত হবে। 
১৯৭২ এর মূল সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে তুলে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অনেক রদবদল করা হলেও ৯৬ অনুচ্ছেদের ওই ধারাটি ফিরিয়ে আনা হয়নি। তবে সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। তার ভিত্তিতেই ফের সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। যার খসড়া উঠলো মন্ত্রিসভায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া