adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শার্ক থেকে কেবল বাঁচাতে কেলভার ব্যবহার করবে গুগল

আন্তর্জাতিক ডেস্ক : শার্কের ধারালো দাঁতে ছিন্নভিন্ন্ হয়ে যাচেছ কেবল। মহাসাগরের নীচে এই কেবল বাঁচাতে এবার কেলভার ব্যবহারের সিদ্ধান্ত নিল গুগল। কেলভার হল প্যারা-অ্যারামিড সিসিন্থেটিক ফাইভার, যা অত্যন্ত শক্ত, মূলত বুলেট প্র“ফ জামা ও সামরিক বাহিনীর অস্ত্রতে এটি ব্যবহৃত হয়। গুগল কর্তৃপক্ষের আশা, এই শক্ত কেবল-এ কামড় দিলে এবার মজা টের পাবে শার্কের দল। ওই কেবল-এ দাঁত বেঁধানোর সাধ্য তাদের হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রশান্ত মহাসাগরের নীচে দিয়ে ফোন, ইণ্টারনেট -এর কেবল গিয়েছে ইউরোপ, আমেরিকা, জাপানসহ বিশ্বের বিভিন্ন্ দেশে শার্ক কেবল কেটে দেওয়ায়, মাঝেমধ্যেই ব্যাহত হয় ইণ্টারনেট পরিষেবা। 
১৯৮৫ সালে ক্যানারি দ্বীপে কয়েকটি শার্ককে নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল, দেখা গিয়েছিল, বিদ্যুত ও চৌম্বকীয় ক্ষেত্র শার্কদের আকৃষ্ট করে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া