‘চাঁদাবাজির টাকা দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করলো আ’লীগ’
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্টে মৃত্যুবার্ষিকী পালনের নামে চাঁদাবাজি করে একজন সম্মানিত লোককে আওয়ামী লীগ অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, ১৫ আগস্টে মৃত্যুবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ নানাভাবে চাঁদাবাজি করেছে। চাঁদাবাজির টাকা দিয়ে তারা পালন করে মৃত্যুবার্ষিকী। আর এভাবে চাঁদাবাজি করে একজন সম্মানিত লোককে আওয়ামী লীগ অসম্মানিত করেছে।
সংবাদ সম্মেলনে খালেদা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, এই ‘অবৈধ’ সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য লোকদের বসাচ্ছে। এভাবে প্রশাসন ব্যবস্থাকে নানাভাবে দুর্নীতিগ্রস্থদের আখড়ায় পরিণত করেছে।
বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।