adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের অনুষ্ঠানে শাহরুখ নাচলেন নাচালেন -নিন্দুকের জবাব দিলেন

ডেস্ক রিপোর্ট : শনিবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উর্দি-পরা এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে শাহরুখ খানের নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ঢেউ ওঠে পত্র-পত্রিকায়। এদিন সেই আক্রমণেরই পাল্টা দিলেন কিং খান নিজেই৷ এ ব্যাপারে তার. বক্তব্য – মহিলা কনস্টেবলটি উর্দি পরিহিত ছিলেন বলে কথা ওঠেনি। কথা উঠেছে, তিনি একজন মহিলা হয়েও আমার সঙ্গে পা নাচিয়েছেন বলে। শাহরুখ এদিন বলেছেন, কয়েক বছর আগে ‘বীর-জারা' ছবির শুটিংয়ে আমি কয়েকজন উর্দি-পরা  জওয়ানের সঙ্গে নেচেছিলাম৷ ছয় বা সাতের দশকেও অভিনেতারা প্রায়ই সীমান্ত অঞ্চলে গিয়ে জওয়ানদের সঙ্গে নাচ-গান করতেন। এতে তারা উদ্বুদ্ধ হতেন, উদ্দীপ্ত হতেন। শাহরুখের কথায়, অতীতে মুম্বইতেও আমি উর্দি-পরা পুলিশকর্মীর সঙ্গে নেচেছি। তখন কিন্তু কোনও কথা ওঠেনি। আক্রমণের আসল কারণটা উর্দি নয়। উর্দি-পরিহিত যিনি, তিনি মহিলা বলেই সমালোচনার ঝড় তোলা হয়েছে। লিঙ্গবৈষম্যই এই সমালোচনার মূলে। এই সমালোচনা অনভিপ্রেত।
শনিবার কলকাতা পুলিশের ‘জয় হে' অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন সুপারস্টার শাহরুখ খান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে এক মহিলা কনস্টেবল নেহাতই আবেগের বশে নৃত্যরত শাহরুখের সঙ্গে পা নাচান। সেই ঘটনাকে কেন্দ্র করেই অনাবশ্যক বিতর্কের ঝড় তোলে বিভিন্ন্ স্বার্থান্বেষী মহল। সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েননি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরিও৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই ইস্যুতে অহেতুক আক্রমণ করেন তিনি। এদিন সব সমালোচনারই টুঁটি টিপে ধরলেন শাহরুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া