adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ মূত্র খাওয়ালো কৃষককে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি রাজ্যে এক গরীব কৃষককে জোরপূর্বক মূত্র খাইয়েছেন স্থানীয় পুলিশ। এই ঘটনায় রাজ্যের ললিতপুর পুলিশ স্টেশনে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই গরীব কৃষক। প্রাথমিক করণীয় হিসেবে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার পরিবেশিত সংবাদ মতে, ললিতপুর জেলার বৌরান্দা গ্রামের একজন সাধারণ কৃষক কানসিরাম। দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী কিছু কৃষকের সঙ্গে তার ঝামেলা চলছিল। আর এই ঝামেলার কেন্দ্র ছিল সরকারি নিস্কর জমিতে ফসল উতপাদন নিয়ে। প্রতিবেশি কৃষকরা পুলিশের শরণাপন্ন হলে, থানার কর্মকর্তা কানসিরামকে নিস্কর জমিতে ফসল উতপাদন করতে মানা করেন। কিন্তু সেই মানা শুনতে নারাজ ছিলেন কানসিরাম।  এমতাবস্থায়, পুলিশ সদস্যরা ওই কৃষককে বেধরক মারধর করে এবং থানার ভেতরে নিয়ে জোরপূর্বক মূত্র খাওয়ায়।
এদিকে ললিতপুর থানা এসপি বিজয় যাদব জানান, এরকম কোনো কিছু আমরা সহ্য করবো না। এই ঘটনা তদন্তে আমি নির্দেশ দিয়েছি। অভিযুক্ত পুলিশ সদস্য যদি দোষি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া