adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজকল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে তোলপাড়

মহসিন {focus_keyword} সমাজকল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কে কী বললেন 2mpmavuaডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের কটাক্ষ করে যে অশালীন, কুরুচীপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। রোববার মন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও সাংবাদিক, সাহিত্যিক, সমাজকর্মী থেকে শুরু করে সর্বস্তরের ফেসবুক ব্যবহারকারীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মন্ত্রীর ‘দুঃখ প্রকাশ’ কে ‘শুভঙ্করের ফাঁকি’ বলছেন অনেকেই।
তাছাড়া ঢাকায় সাংবাদিকদের তোপ থেকে বাঁচতে মন্ত্রী সিলেটের সাংবাদিকদের নিয়ে যে মিথ্যাচার করেছেন তারও প্রতিবাদ করেছেন অনেকেই। তবে কেউ কেউ সাংবাদিকদের উপরও ক্ষোভ ঝেড়ে বলেছেন, এরপরও সাংবাদিকরা নীরব কেন? আবার অনেকেই মন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করেছেন।
জাতীয় সাপ্তাহিক ‘সাপ্তাহিক ২০০০’-এর সম্পাদক ও সাহিত্যিক মঈনুল আহসান সাবের তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষুব্ধতার সাথে লিখেছেন-‘শামীম ওসমান সাংবাদিকদের কুকুর বলে পার পেয়ে গেছেন, মহসিন আলীও নিশ্চয়ই পার পেয়ে যাবেন।’
প্রখ্যাত সাংবাদিক ও জিটিভি’র টকশো সঞ্চালক অঞ্জন রয় সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ তুলে ধরে লিখেছেন, ‘আমার থেকে যারা বয়সে বড় তারা ক্ষমা করবেন- ক্ষমা করবেন যারা আমার সন্তানের বয়েসী তারা। ক্ষমা করবেন এই অসভ্য কথাগুলো স্ট্যাটাসে লেখার জন্য।
আরেকটি জাতীয় সাপ্তাহিক ‘সাপ্তাহিক’-এর সম্পাদক গোলাম মোর্তোজা সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, ‘অখবিশ’ ও ‘চরিত্রবান’ মন্ত্রী চালিয়ে যাওয়া তত্ত্বে যা চালাচ্ছেন, তা ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ সাংবাদিকরা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন!!’
দৈনিক ইত্তেফাকের অনলাইন ডেস্কের নুহ আবদুল্লাহ লিখেছেন,‘সাংবাদিকরা আসলেই ‘খবিশ’। নাহলে গতকালের ঘটনার পর আমাদের উচিত ছিল কোনো মন্ত্রী কিংবা নেতার অনুষ্ঠানে যাওয়া বাদ দেয়া। কিন্তু কী করবো! আমরা যে নিরূপায়! জনগণের কাছে ভালো হোক, মন্দ হোক সংবাদ পৌঁছে দিতে হবে। তা গালি খেয়ে হোক, লাথি খেয়ে হোক, জুতা খেয়ে হোক! যাদের জন্য কাজ করি সেই জনতা যতদিন সঠিক লোক না চিনবে (কারণ, সত্যিকার অর্থে জনগণই সকল ক্ষমতার উতস। কারণ, দেশ তাদের- যদিও বেশিরভাগ সাধারণ জনগণ আজ সেটা জানে না, বোঝে না! তাই তো আজ দেশটার এ অবস্থা!), ততদিন আমাদের ভাগ্যে এমন গালি, লাথি, জুতোই জুটবে! সেটা মেনে নেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই! আমাদের ‘খবিশ’ তকমা গায়ে মেখেই কাজ করতে হবে!’
জাতীয় দৈনিক কালেরকণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক আরিফুজ্জামান তুহিন ক্ষুব্ধ কণ্ঠে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই অসংস্কৃত মন্ত্রী প্রকাশ্য আলোচনায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে বসে, ভিলেনি স্টাইলে সিগারেট খেয়ে গণমাধ্যমের সমালোচনায় পড়েন। তিনি সংসদে বসে, সেমিনারে বসে ঘুমান। কারণটা কি? দেশে সংসদ সদস্য আবদুর রহমান বদির মত একজন ইয়াবার রাজা থাকার পরও কি তিনি কিছু সাপ্লাই নিতে পারেন না? তবে এই মন্ত্রী কিন্তু বার বার উচ্চারণ করছেন, নীতিমালা হলে সাংবাদিকদের তিনি দেখে নেবেন। তার মানে সরকার গণমাধ্যমের মুখ বন্ধ করার আয়োজন করছেন, এটা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিভাগ কি শুধু মন্ত্রীর কন্যাই পাস করে বেরিয়েছেন? এই দেশে এরকমই হয়। অসামাজিক মানুষকে দেয়া হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়।’
ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মাহবুব মাসুম ফেসবুকে লিখেছেন, ‘সোনার বাংলায় সাংবাদিকতার দরকার নাই!! দেশ এখন সোনার ছেলেদের হাতে। রাষ্ট্রক্ষমতায়ও সব যোগ্য, ভালো ও বঙ্গবন্ধুর সৈনিক! চার দিকে শুধু সুনীতিৃদুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের অধিকার ও সাংবিধানিক সরকার আজ প্রতিষ্ঠিত। শুধু শুধু এদেশে সাংবাদিক রেখে লাভ কি? যারা সাংবাদিকতায় আছেন তারা অন্য চাকরি খুঁজেন। আজ ধুমপায়ী মন্ত্রী (সমাজ কল্যানমন্ত্রী) ঠিক কথাই বলেছেন!!’
সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র পাপলু বাঙ্গালী লিখেছেন, ‘সমাজকল্যাণ মন্ত্রীর সিলেটে আদিবাসী দিবসের অনুষ্ঠানের পুরো গালি সম্বলিত ভিডিওটা দেখে আসলাম। ইদানিং বাজারে একটা গালি অভিধান পাওয়া যায়। মন্ত্রীর মনে হয় এই অভিধানটা পুরো মুখস্থ। সাংবাদিকেরা সত্য বললে বাজে গালিই না, মাইরও খাইতে হতে পারে। সবচেয়ে ক্ষুব্ধতার জায়গা হলো, সারা বছরে একবার আদিবাসী শিশু, নারী, বৃদ্ধ এরকম একটা অনুষ্ঠানে তাদের পক্ষের কথা শুনতে আসেন। কিন্তু মন্ত্রী শিশুদের সামনে শুনালেন তার অমর বাণী, ¯ওরফে চটি গল্প, যা আগেও তিনি বার কতেক শুনিয়েছেন। ইতিমধ্য উনার গালির ভিডিও পাওয়া যাচ্ছে, অনলাইনে সবাই শুনে নেবেন। এগুলো আমাদের মতো নিচু জাত শুদ্র সাধারণ জনগণ মুখে আনতে পারবে না। এরকম নির্লজ্জ, অশ্লীল, বেহায়াদের মন্ত্রী বানানোর চাইতে পাগল ধরে সংসদে নিয়ে যান। তাও কামে দিব।’
সাংবাদিক মনওয়ারে আলম নির্ঝর লিখেছেন, ‘গত ৪২ বছরে বাংলাদেশে কোনো প্রেসিডেন্টও যেই কথা বলার সাহস পায়নি আজকে শুনতে হলো তারচাইতেও ভয়ঙ্কর বিকৃত কথা। উড়ে এসে জুড়ে বসা এক মাতালের কাছ থেকে আপনাদের উপাধি পেতে হলো বদমাইশ, চরিত্রহীন ও লম্পট নামে।’
সাংবাদিক মুকিমুল আহসান হিমেল লিখেছেন, ‘আপনার মতো মানুষ যে দেশের সমাজকল্যাণের দায়িত্বে সে দেশের কল্যাণ আর কী ই বা হবে? সরকারের সুনাম ক্ষুণেœর জন্য আপনার মতো এমন কয়েকজন মন্ত্রীই যথেষ্ট।
সাংস্কৃতিক কর্মী কবির আহমদ লিখেছেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় উঠে এসেছেন সৈয়দ বংশের পোলা মহসীন আলী।’
সামাজকর্মী শাকিল জামান লিখেছেন, ‘উনি হলেন সমাজকল্যাণমন্ত্রী!! যিনি মঞ্চে ঘুমিয়ে  ঘুমিয়েও দেশের কল্যাণের কথা ভাবেন!’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া