adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরো ৩১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : একজন যুগ্ম-সচিবসহ ৩১ জনের মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ বাতিল করেছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব ছাড়াও প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষকও রয়েছেন।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা দাবির বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করার পর সত্যতা না পাওয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ২৯ জনকে, জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী একজনকে এবং মন্ত্রীর নির্দেশে আরো একজনকেসহ মোট ৩১ জনের নামে প্রকাশিত গেজেট এবং তাদের নামে মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সাময়িক সনদপত্র বাতিল করা হয়।
রুলস অব বিজনেস এর ১৯৯৬ সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর তালিকা ৪১ এর ৬ নং ক্রমিক ক্ষমতাবলে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 
মুক্তিযুদ্ধে অংগ্রহণের স্বপক্ষে কোন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণাদি বা গ্রহণযোগ্য তথ্য না পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি ইউং এ ন্যস্ত যুগ্ম-সচিব এম মাহবুব উল আলমের সনদ বাতিল করা হয়।
তালিকায় আরো যারা আছেন :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইউসিআরআইপি (দ্বিতীয় পর্যায়) এর প্রকল্প পরিচালক এস এম সেলিম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের নাম রয়েছে এ তালিকায়।
এছাড়াও রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালক এ কে এম আতাউল ইসলাম, চট্টগ্রাম বন্দরের প্রধান সহকারী খান সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন নিরাপত্তা পরিদর্শক ফয়েজ কবির, গাজীপুর দ্বিতীয় যুগ্ম সাব রেজিস্ট্রার জসিম উদ্দিন মো. তৌফিক এলাহী, যশোর মনিরামপুরের ডা. মৃণাল কান্তি মিত্র, চট্টগ্রাম হাটহাজারীর ওয়ালী আহমেদ, সিলেট জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মো. মাসুদুল হক, ঝিনাইদহ হরিণাকুণ্ডের মো. হাফিজুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক মো. আলাউদ্দিন, মাদারীপুর রোজৈরের ৭ নং নরেরকান্দা রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মোল্লা, টাংগাইল সদরের সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, ৪৯ নং দক্ষিণ মাহপুর রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন মোড়ল, নওগাঁ মান্দার বাদরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ সাহা, সহকারী শিক্ষক মো. আফাছ উদ্দিন।
ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর রাজস্ব কর্মকর্তা মোস্তাক আহমেদ, বিএডিসি’র অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মনীষা রঞ্জন রায়, একই প্রতিষ্ঠানের রাজস্ব কর্মকর্তা বেগম নিলুফা সুলতানা, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সাঁট মুদ্রাক্ষরিক (অব.) আলমগীর কবির চৌধুরী, যশোর বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল কবির, ঢাকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক আব্দুল মান্নান, ফরিদপুর সওজ উপ-বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী কে এম আবুল হোসেন, গাজীপুর কাপাশিয়া খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. আব্দুল মালেক, নরসিংদী রায়পুরার টালী কারণিক মো. আবদুল রউফ সরকার, চট্টগ্রাম জেলা এসআই (নিঃ) নিরঞ্জন কুমার রায়, নরসিংদী উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান। এর আগে গত ২১ জুলাই উপ-সচিবসহ ৩৫ জনের মুক্তিযোদ্ধার সনদ ও তাদের নামে প্রকাশিত গেজেট বাতিলের আদেশ জারি করে মন্ত্রণালয়।
ইতোপূর্বে ১১৬ জনের গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া