adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেদের ব্যর্থতার দিনে জয় পেলো মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে ষষ্ঠ রাউন্ডে উš§ুক্ত বিভাগে হারলেও মেয়েদের বিভাগে জিতেছে বাংলাদেশের দাবাড়ুরা।
শুক্রবার উš§ুক্ত বিভাগে বাংলাদেশের ছেলেরা ২.৫-১.৫ ব্যবধানে হারে অপেক্ষাকৃত দুর্বল সিঙ্গাপুরের কাছে। চার বোর্ডে বাংলাদেশ দলের চার গ্র্যান্ডমাস্টারের বিপরীতে সিঙ্গাপুর দলে ছিল একজন গ্র্যান্ডমাস্টার। মেয়েরা ৩-১ হারায় দুর্বল চীনা তাইপেকে।
উš§ুক্ত বিভাগে কালো নিয়ে জেতেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। সাদা নিয়ে ড্র করেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। বাংলাদেশের অপর দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ-আল রাকিব হেরে যান।
প্রথম দুই রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে ড্র করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন রাউন্ড হেরে গেল দাবাড়ুরা। উš§ুক্ত বিভাগে ষষ্ঠ রাউন্ড শেষে ২ জয় ও এক ড্র নিয়ে বাংলাদেশ আছে ১০৬তম অবস্থানে। সপ্তম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সান মারিনো। মেয়েদের বিভাগে ষষ্ঠ রাউন্ডে দুর্বল চীনা তাইপের তিন প্রতিপক্ষকে হারান মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার লিজা এবং মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। হেরে যান কেবল মহিলা ফিদে মাস্টার নজরানা খান।
অলিম্পিয়াডে আগের দুই রাউন্ডে হেরে যাওয়ার পর এই জয় পেল নারী দাবাড়ুরা। সপ্তম রাউন্ডে তাদের প্রতিপক্ষ মলদোভা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া