২০২৩ বিশ্বকাপ ক্রিকেট ভারতে
স্পোর্টস ডেস্ক : ১৯৯৬ ও ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ভারত আবারো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করতে চলেছে। আর সেটা ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। এমন সংবাদ নিশ্চিত করেছে বিসিসিআই।
আইসিসি প্রধান এন শ্রীনিবাসন সঙ্গে এটাও নিশ্চিত করেছেন, আইসিসি’র ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২১ দুটি আসরই হবে ভারতের মাটিতে। ক্রিকইনফো
এর আগে ১৯৯৬ সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল। এরপর ২০১১ সালের বিশ্বকাপে সঙ্গে রেখেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। তবে, এবারই প্রথমবারের মতো একক দেশ হিসেবে এত বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত।
এ দায়িত্ব পাওয়ার পর শ্রীনিবাসন বলেন, আগে ভারত ১৬-১৮ বছর পর পর আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেত। বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেলেও আমাদের তা অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করে নিতে হত। কিন্তু এবার আগামী আট বছরের মধ্যে তিনটি বড় ইভেন্ট একাই আয়োজন করবে ভারত।