adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজা ইস্যুতে ব্রিটিশ মুসলিম মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী সাইয়দো হুসেইন ওয়ার্সি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
 গাজা বিষয়ে তার সরকারের নীতি মেনে নিতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি বলছে, ‘গভীর অনুতাপের’ কারণে তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন বলে নিজের ট্যুইটার পাতায় উল্লেখ করেছেন।
মঙ্গলবার তিনি তার ট্যুইটার পাতায় লিখেন, গভীর অনুতাপের সঙ্গে আজ সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি গাজা বিষয়ে সরকারের নীতির প্রতি আর সমর্থন জানাতে পারছি না। এই সমস্যা সমাধানে ওয়ার্সি ট্যুইটারে আরো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এর আগে ২১ জুলাই ওয়ার্সি তার ট্যুইটার পাতায় লিখেছিলেন, নিরপরাধ নাগরিকদের হত্যা করা অবশ্যই বন্ধ করতে হবে। গাজায় দ্রুত অস্ত্রবিরতির প্রয়োজন। দুইপক্ষের নেতৃত্বকেই এই দুর্দশা বন্ধের উপায় খুঁজতে হবে।
উল্লেখ্য, ২০১০ সালে ডেভিড ক্যামেরন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর পাকিস্তানি বংশোদ্ভুত ওয়ার্সি দেশটির প্রথম নারী মুসলিম মন্ত্রী মনোনীত হন। তিনি লিডস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া