adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডুবে যাওয়া লঞ্চের ১৫ মৃত যাত্রি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মুিন্সগঞ্জের মাওয়া লৌহজং চ্যানেলের কাছে ২ শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চে ২ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ।
উদ্ধারকারী জাহাজ রুস্তম লঞ্চটি উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে নারায়নগঞ্জ থেকে রওনা হয়েছে। ঘটনাস্থলে ডুবুরী ও সেনাবাহিনীর উদ্ধার দল উদ্ধারকাজ চালাচ্ছে। 
এখন পর্যন্ত ১৫ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
লঞ্চটি মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে ১০০ গজ দুরে ডুবে যায়। নদীতে তীব্র স্রোতের কারনে লঞ্চটি ডুবে গেছে বলে জানিয়েছেন হাইওয়ে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শাহদাত হোসেন।  দুর্ঘটনার পর আশেপাশের ঘাট থেকে খালি লঞ্চ ও স্পিড বোট উদ্ধারে এগিয়ে আসে।
এর আগে রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। ধারনা করা হচ্ছে, ফেরি চালাচল বন্ধ থাকার ফলে লঞ্চে যাত্রীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটিতে দুই থেকে আড়াইশ যাত্রী থাকার প্রাথমিক ধরনা করা হলেও লঞ্চটিতে ৪ থেকে ৫শ যাত্রী থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এর ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া