adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক সংগ্রাম সম্পাদকসহ চারজনকে তলব

নিজস্ব প্রতিবেদক : বিচারাধীন মামলার বিষয়ে ‘প্রতিবেদন প্রকাশ ও মন্তব্য করায়’ জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদকসহ চারজনকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি, রংপুরের সাবেক ‘মুক্তিযোদ্ধা কমান্ডার’ ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গাকে আগামী ২০ অগাস্ট ট্রাইব্যুনালে হাজির হতে হেবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ এবং মন্তব্য করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। এদিন আজহারুল ইসলামের মামলায় সাফাই সাক্ষীর জবানবন্দি নেয়ার দিন নির্ধারিত ছিল। একমাত্র সাফাই সাক্ষী আনোয়ারুল হক আদালতকে বলেন, এটিএম আহজার ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও ১৯৭৭ সালে মাস্টার্স পাশ করেন। আজহারের শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদের ফটোকপিসহ অন্যান্য সাক্ষ্যপ্রমাণও তিনি আদালতে উপস্থাপন করেন।
একই সঙ্গে তিনি দৈনিক সংগ্রামে প্রকাশিত দুটি প্রতিবেদন দাখিল করেন, যার শিরোনাম ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’।
এ দুই প্রতিবেদনেই ইকরামুল হক দুলু ও আজিজুর রহমান সরকার রাঙ্গার বক্তব্য রয়েছে।

পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, বিচার চলাকালীন মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর। কিন্তু ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার পরের দিন ২৭ ডিসেম্বর।
সুতরাং এ প্রতিবেদন আদালত প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে পারে না। বরং বিচার চলাকালীন সময়ে এ মামলা সম্পর্কে কেন তারা বক্তব্য দিয়েছেন তা জানতে আমরা রুল ইস্যু করছি। গত ৭ জুলাই এ মামলায় চারজনকে সাফাই সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ১৩ জুলাই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে ৩ অগাস্ট নতুন দিন রাখা হয়।
আজহারের বিরুদ্ধে এ মামলায় গত বছর ২৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন। একাত্তরে হত্য, নির্যাতন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয় অভিযোগে গত ১২ নভেম্বর এই জামায়াত নেতার বিচার শুরু করে আদালত।
এর আগে গতবছরের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর ২৫ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।
একই বছর ২২ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিনই তাকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বিচারাধীন মামলার বিষয়ে ‘প্রতিবেদন প্রকাশ ও মন্তব্য করায়’ জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদকসহ চারজনকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি, রংপুরের সাবেক ‘মুক্তিযোদ্ধা কমান্ডার’ ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গাকে আগামী ২০ অগাস্ট ট্রাইব্যুনালে হাজির হতে হেবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ এবং মন্তব্য করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। এদিন আজহারুল ইসলামের মামলায় সাফাই সাক্ষীর জবানবন্দি নেয়ার দিন নির্ধারিত ছিল। একমাত্র সাফাই সাক্ষী আনোয়ারুল হক আদালতকে বলেন, এটিএম আহজার ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও ১৯৭৭ সালে মাস্টার্স পাশ করেন। আজহারের শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদের ফটোকপিসহ অন্যান্য সাক্ষ্যপ্রমাণও তিনি আদালতে উপস্থাপন করেন।
একই সঙ্গে তিনি দৈনিক সংগ্রামে প্রকাশিত দুটি প্রতিবেদন দাখিল করেন, যার শিরোনাম ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’।
এ দুই প্রতিবেদনেই ইকরামুল হক দুলু ও আজিজুর রহমান সরকার রাঙ্গার বক্তব্য রয়েছে।

পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, বিচার চলাকালীন মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর। কিন্তু ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার পরের দিন ২৭ ডিসেম্বর।
সুতরাং এ প্রতিবেদন আদালত প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে পারে না। বরং বিচার চলাকালীন সময়ে এ মামলা সম্পর্কে কেন তারা বক্তব্য দিয়েছেন তা জানতে আমরা রুল ইস্যু করছি। গত ৭ জুলাই এ মামলায় চারজনকে সাফাই সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ১৩ জুলাই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে ৩ অগাস্ট নতুন দিন রাখা হয়।
আজহারের বিরুদ্ধে এ মামলায় গত বছর ২৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন। একাত্তরে হত্য, নির্যাতন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয় অভিযোগে গত ১২ নভেম্বর এই জামায়াত নেতার বিচার শুরু করে আদালত।
এর আগে গতবছরের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর ২৫ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।
একই বছর ২২ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিনই তাকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া