adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুখবর দৃষ্টি প্রতিবন্ধীদের – চালু হয়েছে ‘ফিংগার রিডার’

ডেস্ক রিপোর্ট : এতদিন দৃষ্টি প্রতিবন্ধীদের লেখা-পড়ার একমাত্র উপায় ছিলো ব্রেইল পদ্ধতি। একদিক দিয়ে সেটি বেশ জটিলও বটে। বিশেষ করে প্রতিবন্ধীরা যখন কিছু পড়তে যায়। এটা এমন একটি রীতি যা আধুনিক কোনো ফরম্যাটে রূপান্তর করা যায় না।
সৌভাগ্যবশত সবার মঙ্গলের জন্য প্রকৌশলীরা এ যন্ত্রটির উন্নয়ন ঘটিয়েছেন। এবার আশা করা যায়, তারা জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবে।
দারুণ এই ফিংগার রিডারটি উদ্ভাবন করেছেন ম্যাসাচুয়েটস ইউনিভার্সিটি অব টেকনলজির প্রকৌশলীরা।
এটি একটি থ্রিডি-প্রিন্টেড যন্ত্র। এর সাথে ক্যামেরা লাগানো আছে যা ব্যবহারকারীকে শব্দ চিনতে সাহায্য করবে। জটিল কোনো ছবি বুঝতেও সাহায্য করবে যন্ত্রটি। পড়ার সময় এটি ব্যক্তির আঙুলের ছাপ অনুসরণ করবে। এটি কম্পিউটার পর্দার উপরেও ব্যবহার করা যাবে।
সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো, ফিংগার রিডার একটি পালস্ নির্গত করবে যা পাঠক পড়তে পড়তে লাইনচ্যুত হয়ে গেলেই সতর্ক করবে। আরও মজার সব বৈশিষ্ট্য নিয়ে খুব শিগগিরই বাজারে আসবে এটি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া