adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী ও সাংসদদের দুর্নীতি- মুখ থুবরে পড়েছে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন এখন ধীরে চলো নীতিতে এগুচ্ছে। এই নীতি কি শুধু মন্ত্রী আর এমপিদের দুনীতির তথ্য সংগ্রহের ক্ষেত্রে না-কি অজ্ঞাত কোনো কারণে কমিশন কর্তারা ঢিমে তালে চলছেন। নবম জাতীয় সংসদের কয়েকজন মন্ত্রী ও সাংসদদের ‘অস্বাভাবিক’ সম্পদ বৃদ্ধির পেছনে দুর্নীতির তথ্য তাদের কাছে থাকলেও সাত মাসেও দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি দুর্নীতি দমন কমিশন।
তবে সংস্থাটি বলছে, তাদের কাছে দুর্নীতির সুনির্দিস্ট তথ্য থাকলেও অনুসন্ধান প্রতিবেদন জমা না হওয়ায় তারা মামলা পর্যন্ত যেতে পারছে না।
অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে গত ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকার সংসদ সদস্য আসলামুল হক, কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, রাজশাহীর সংসদ সদস্য এনামুল হক, এম এ জব্বারের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
এদের মধ্যে আব্দুল মান্নান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের কাছে পরাজিত হন। বাকি ছয় জন বর্তমান সংসদে রয়েছেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বলেন, কমিশনের কাছে দুর্নীতির তথ্য থাকলেও অনুসন্ধান প্রতিবেদন জমা না হওয়ায় কবে নাগাদ মামলা হবে সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্তে আসতে পারেনি।
২২ জানুয়ারির ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আ ফ ম রুহুল হকের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পান  দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম আলম, আব্দুল মান্নান খানের উপপরিচালক শেখ নাসিরউদ্দিন এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পান উপপরিচালক খায়রুল হুদা।
এছাড়া উপপরিচালক শেখ ফয়েজ আলম সংসদ সদস্য আসলামুল হক, উপপরিচালক আহসান আলী সংসদ সদস্য আব্দুর রহমান বদি, উপপরিচালক সৈয়দ তাহসীনুল হক সংসদ সদস্য এনামুল হক এবং উপপরিচালক মাহমুদুর রহমান সংসদ সদস্য আব্দুল জব্বারের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া