adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বাইরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভাবতে পারছে না

1406902950714457800রাশিদ রিয়াজ : ভারতে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা সংলাপ বৈঠকে ভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেন৷ তার আগে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে৷
সংলাপের সময় জন কেরি এক স্পষ্ট বার্তা দেন৷ তিনি বলেন, বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার ক্ষমতায় এসে অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার যে এজেন্ডা হাতে নিয়েছেন, তাতে সর্বস্তরে ভারতের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অতীতের ভুল বোঝাবুঝি এবং দূরত্বকে পেছনে ফেলে আর্থিক সংস্কারের হাত ধরে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের সেতুবন্ধন রচনা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র৷
কেরির সফরসঙ্গী মার্কিন বাণিজ্যমন্ত্রী পেনি প্রিতজকার মনে করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার গতিশীল অর্থনীতির সঙ্গে বাংলাদেশের ভূমিকা এবং মিয়ানমারের গণতান্ত্রিকীকরণের গুর“ত্ব ভুলে গেলে চলবে না৷ তবে এর কেন্দ্রভূমি ভারত৷
মোদি সরকারের অবাধ বিদেশি বিনিয়োগ এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে ভারত কোন পথে এগিয়ে যেতে চাইছে তা নিয়ে সংলাপে আলোচনা হয়৷ তাতে বিশ্ব বাণিজ্য সংস্কারের প্রসঙ্গ উঠে আসে৷ এবিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, বিশ্ব বাণিজ্য উদারকরণ প্রক্রিয়ার বিরোধিতা করা থেকে ভারতের বিরত থাকা উচিত৷
এটাই হবে ভারতের অবাধ ও উদার বাণিজ্য নীতির এক অগ্নিপরীক্ষা৷ এতে ভারতের লাভ বৈ লোকসান হবে না৷ তবে ভারতের বক্তব্য, ভর্তুকি দিয়ে গরিবদের মধ্যে রেশনের খাদ্য বণ্টনের কারণে ভারতকে উপযুক্ত পরিমাণ খাদ্যশস্য মজুত করতে হয়৷ আর এটাতেই আপত্তি উন্নত দুনিয়ার৷ তাদের অভিযোগ, বেশি খাদ্যশস্য মজুত করলে ভাঙা হয় অবাধ বাণিজ্যের শর্ত, কারণ এর ফলে খাদ্যশস্যের দাম বেড়ে যায়৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কৌশলগত সহযোগিতা বৈঠকে বিশ্ব সন্ত্রাস, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গাজায় ইসরায়েলি হানায় ভারতের অব¯’ান নিয়ে মত বিনিময় হয়৷
সাইবার নিরাপত্তাসহ ভারতের ওপর মার্কিন নজরদারির অভিযোগ সম্পর্কে জন কেরির দৃষ্টি আকর্ষণ করেন সুষমা স্বরাজ৷ ভারতের বিদেশি দূতাবাস এবং বিজেপি নেতা, মন্ত্রীদের বাসভবনে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগ নিয়ে সংসদে এবং বাইরে তুমুল বিতর্ক ওঠে৷ এটা কিছুতেই বরদাস্ত করা যায় না৷
ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি তথা এই অঞ্চলের সুস্থিতি বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদাই সাহায্য করতে প্রস্তুত বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী৷
এর আগে ভারতের প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন কেরি৷ ভারতকে সমরাস্ত্র সরবরাহের আগ্রহের কথা জানানো হয় এবং সেক্ষেত্রে ভারতে প্রতিরক্ষা উপকরণ তৈরিতে মার্কিন বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে৷ এই নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে আগস্ট মাসের প্রথমদিকে ভারতে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হাগেল৷ তবে সমরাস্ত্র কেনা এবং প্রতিরক্ষা সহযোগিতা চূড়ান্ত করা হতে পারে মোদীর ওয়াশিংটন সফরে, সেপ্টেম্বর মাসের শেষ দিকে৷
শুক্রবার কেরি সাক্ষাত করেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে৷ ওবামা-মোদির গুরুত্বপূর্ণ বৈঠকের একটা খসড়া এজেন্ডা ছিল তার হাতে। একদা ওবামার চোখে অচ্ছুত মোদির মন পেতে মার্কিন প্রশাসন চেষ্টার কসুর করছে না৷ যুক্তরাষ্ট্রের যেমন দরকার ভারতের বিশাল বাজার, তেমনি আন্তর্জাতিক মঞ্চে কলকে পেতে মোদিরও দরকার যুক্তরাষ্ট্রকে৷ তবে কাছের এবং দূরের বন্ধু দেশগুলির স্বার্থে আঘাত না করে৷ জন কেরির সঙ্গে এসেছেন এক উচ্চস্তরীয় প্রতিনিধিদল৷ তাঁরা কথা বলেন, ভারতে বেসামরিক পরমাণু বাণিজ্য, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ক্ষেত্রের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে৷
বৃহস্পতিবার মধ্যরাতে ডব্লিউটিও’র অবাধ বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ভারত তা নবায়ন করেনি। তবে তিন দিনের ভারত সফরের শেষ দিন গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে কেরি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অবাধ বাণিজ্য চুক্তিতে ভারতের সই না করা বিশ্বজুড়ে ভুল বার্তা পাঠাবে। আন্তর্জাতিক দুনিয়ার সামনে ভারতকে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে ভারতের কারণেই বাণিজ্য চুক্তি ব্যর্থ হওয়ার এই ঘটনায় তার ভাবমূর্তি ক্ষুণœ হবে। চুক্তিটি কার্যকর হলে তা ডব্লিউটিও ১৯ বছরের ইতিহাসে প্রথম কোনো গুরুত্বপূর্ণ সাফল্য হতো বলেও কেরি মন্তব্য করেন।
কেরির এ কথার জবাবে মোদি বলেন, যদিও আমি বিশ্বাস করি, টিএফএ ভারতের জন্য ভালো, কিন্তু আমি ভারতের ক্ষুদ্র কৃষকদের নিয়ে বেশি উদ্বিগ্ন। ডব্লিউটিও ওই চুক্তিটির প্রসঙ্গ টেনে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের দরিদ্রতম মানুষের প্রতিই আমার সরকারের প্রথম দায়িত্ব। আমরা চুক্তিটির বিরোধিতা করি না। আমরা বিশ্বাস করি, সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাসকারি মানুষের চাহিদার কথা শুধু ভারত নয়, সব জায়গায়ই সামনে তুলে ধরা উচিত।
কেরির মন্তব্যকে অবশ্য ভারতের ওপর পাল্টা চাপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ তাদের মতে, মার্কিন প্রশাসন জানে, দেশকে আর্থিক উন্নয়নের পথে টেনে তোলার প্রতিশ্র“তি দিয়েই প্রধানমন্ত্রীর আসনে বসেছেন মোদি। যা পূরণে তাঁর সরকারের অন্যতম লক্ষ্য হলো বেশি বিদেশি বিনিয়োগের পথ খুলে দেয়া। এই অবস্থায় মোদির সেই স্পর্শকাতর জায়গাতে আঘাত করেই ভারতের অবস্থান বদলানোর কৌশল নিতে চাইছেন কেরি।
মোদি যদিও স্পষ্ট জানিয়েছেন, দারিদ্র্য দূর করতে ভারতের মতো উন্নয়নশীল দেশের প্রাণপণ প্রয়াস ও সেই জন্য সরকারের দায়িত্ব-কর্তব্য বোঝা উচিত উন্নত দেশগুলোর। বাণিজ্য-চুক্তিতে ‘না’ করার বিষয়ে সরকারের এক উচ্চপদস্ত’ কর্মকর্তারও মন্তব্য, অবাধ বাণিজ্য ব্যবস্থা চায় ভারতও। তবে দেশের খাদ্য সুরক্ষার স্বার্থের সঙ্গে আপোস করে নয়।
কেরির সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকের পর সাংবাদিকরা সুষমা স্বরাজের কাছে জানতে চান, ২০১০ সালে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বিজেপি নেতাদের ওপর নজরদারি চালিয়েছিল বলে যে চাঞ্চল্যকর খবর ওই গুপ্তচর সংস্থারই সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেছিলেন, তা নিয়ে কি কেরির সঙ্গে আলোচনা করেছেন? এ প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি তাদের বলেছি, ভারতের সংবাদপত্রে আমেরিকার গুপ্তচর সংস্থার নজরদারির খবরটি প্রকাশের পর ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছে। যেখানে দুই দেশই পরস্পরকে বন্ধু হিসেবে বিবেচনা করে, সেখানে এক বন্ধুর ওপর অন্যজন গোপনে খবরদারি করতে পারে না।
যৌথ সংবাদ সম্মেলনে কেরি অবশ্য আমেরিকার নজরদারির পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক, উভয়ের দ্বিপাক্ষিক সমঝোতা মূল্য দিই। সন্ত্রাসবাদ দমন ও দুটি দেশের উভয়ের কাছেই বিপদ, এমন ইস্যুতে পরস্পরের সঙ্গে তথ্য আদানপ্রদানকেও গুরুত্ব দেয় আমেরিকা প্রশাসন। সাধারণত, কোনো প্রশ্ন বা মতপার্থক্য থেকে থাকলে তা মেটাতে গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে তারা। দু’দেশের পারস্পরিক স্বার্থের পথে যখনই কোনও বাধা, বিপদ আসবে, ভারতের সঙ্গে প্রত্যক্ষভাবে আমেরিকা কাজ করে যাবে।
বুধবার তিন দিনের সফরে ভারতে যান জন কেরি। তার সঙ্গে ছিলেন আমেরিকার বাণিজ্যমন্ত্রী পেনি প্রিটজকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি। কেরির এই সফরের মূল উদ্দেশ্য ছিল মোদি সরকারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়ানো ছাড়াও মার্কিন অস্ত্র সম্ভার বিক্রি নিশ্চিত করা। একই উদ্দেশে ৭ আগস্ট সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী চাক হাগেল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া