adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডাচদের কোচের দায়িত্ব পেলেন হিডডিংক

গুস হিডডিংকস্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ খেলা নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন গুস হিডডিংক। দ্বিতীয়বারের মতো ডাচদের তিনি কোচিং করানোর সুযোগ পেলেন।
এ বছরের মার্চেই হিডডিংককে দলের দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল ডাচ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। সে ঘোষণায় বলা হয়েছিল বিশ্বকাপের পর থেকে ২০১৬’র ইউরো কাপ পর্যন্ত তাকে দলের দায়িত্ব দেওয়া হবে। তার সহকারী হিসেবে দায়িত্ব পাবেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবল তারকা ড্যানি ব্লাইন্ড এবং রুদ ভ্যান নিস্তেলরুই।
কোচের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ব্রাজিল বিশ্বকাপে দল যে ফর্ম দেখিয়েছে, তা ধরে রাখার চেষ্টা করব। নিজেদের স্টাইলে খেলে আমরা আরো অনেক ভাল দল হিসেবে প্রমান করব।’
লুইস ভ্যান গালের উত্তরসূরি হিসেবে হিডডিংক এর আগেও জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ডাচদের প্রধান কোচ ছিলেন। এছাড়া ভ্যালেন্সিয়া, রিয়েল মাদ্রিদ, চেলসি, রিয়েল বেটিসের মতো বড় বড় ক্লাবের দায়িত্বে ছিলেন হিডডিংক।

দ. কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্কের মতো জাতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন ৬৭ বছর বয়সী হিডডিংক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া