adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাপ গিলছে নীলগাই ছানা

আন্তর্জাতিক ডেস্ক : বিরাট আকৃতির পাইথন সাপ গিলে খাচ্ছে একটি বিলুপ্তপ্রায় নীল গাই ছানা। টিভি পর্দার ন্যাশন্যাল জিওগ্রাফিক যেন ধরা-ছোঁয়ার আরও কাছে চলে এল।
এরকমই কয়েকটি ছবি তুলেছেন ইন্ডিয়ান অ্যানিম্যাল রেসক্যুয়ার’র নিতিশ বাম্ভানিয়া। ভারতের গুজরাট রাজ্যের বিলা গ্রাম থেকে তিনি এই দূর্লভ ছবিগুলো তুলেছেন। 
নিতিশ ও তার দল ২৫ মাইল দূরের একটি স্থানীয় জায়গা থেকে ফিরছিলেন। নির্দিষ্ট জায়গাতে পৌঁছতেই তারা দেখলেন, জায়ান্ট পাইথনটি একটি বিলুপ্তপ্রায় নীল গাই ছানা গিলে খাচ্ছে।
পাইথনটি একটি বাচ্চা নীল গাই শিকার করেছিল। আমরা দেখতে দেখতেই গাইটির ৮০ভাগ গিলে ফেলে পাইথনটি, বললেন নিতিশ।
অসংখ্য গ্রামবাসী সাপটিকে মেরে ফেলতে চেয়েছিলেন। কারণ যে কোনো সময় এটি মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।
নিতিশ আরও জানান, পাইথনটি মেরে না ফেলতে গ্রামবাসীকে রাজি করাই আমরা। পরে আমরা সেটিকে ধরে বন বিভাগের হাতে তুলে দেই। পরে কর্মকর্তারা একটি নিকটস্থ বনে পাইথনটি ছেড়ে দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া