adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমামতি করা নিয়ে সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের মতলব উত্তরে ঈদের নামাজের ইমামতিকে কেন্দ্র করে দুই পীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত রফিকুল ইসলাম রফিক (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার দুপুর ১টার দিকে চিকিতসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার ফরাজিকান্দিতে সংঘর্ষে তিনি আহত হন।
রফিক ফরাজিকান্দি এলাকার মনির হোসেন মোল্লার ছেলে। 
এ ঘটনায় অন্তত ১০ আহত হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা যায়, ফরাজিকান্দি নেদায়ে ইসলামের মরহুম পীরে মানজুর আহমেদের ছেলে  মাওলানা মাসুদ আহমেদ সকাল ৯টায় কমপ্লেক্স মসজিদে ঈদের নামাজ পড়ান।
নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হবার পরপরই বর্তমান পীর বলে দাবিদার  মরহুম পীরের যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই মোস্তাক আহমেদের তিন শতাধিক অনুসারী তাদের ওপর হামলা চালায়। 
তাদের দাবি – ঈদের জামাতে বর্তমান পীর দাবিদারের প্রতিনিধি মাওলানা সিরাজুল ইসলাম ঈমামতি করবেন।
প্রায় আধাঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতরআহত রাফিকুল ইসলামকে চিকিতসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান। ঘটনার সময় ফরাজিকান্দি বাজারের ১০/১৫টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া