adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক : শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার রাতে আল আরাবিয়া ও গালফ টাইমসের খবরে জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
অর্থাত, সোমবার শাওয়াল মাসের প্রথম দিনে এসব দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে মঙ্গলবার ঈদ হবে। আর তা না হলে ৩০ রোজা পূর্ণ করে বুধবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মুসলমানরা।
বাংলাদেশে গত ২৯ জুন রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে রোজা রাখা শুরু হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর ও জর্ডানের মুসলমানরা ২৯ জুনই রোজা রাখা শুরু করেছিলেন।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টি, মাদারীপুরে ৫০টি এবং শরীয়তপুরের চার উপজেলার ৩০টির বেশি গ্রামের মুসলিমরা সোমবার ঈদ উদযাপন করবেন। এসব গ্রামের মুসলিমরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া