adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কখন কোথায় ঈদের জামাত

ঈদ জামাত {focus_keyword} কোথায় কখন ঈদের জামাত 536নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুত দেশের বিভিন্ন স্থানের জাতীয় ঈদগা ময়দান। রাজধানীর  ঈদের নামাজের প্রধান কেন্দ্রে জাতীয় ঈদগা মাঠেরও প্রস্তুতি সম্পন্ন। এছাড়াও দেশের বিভিন্ন সিটি করপোরেশনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে ঈদগা মাঠ।
জাতীয় ঈদগা মাঠে ৮৪ থেকে ৮৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে রাষ্ট্রপতিসহ বিশেষ ব্যক্তি নামাজ আদায় করবেন। রয়েছে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা।
উপমহাদেশের সর্ববৃহত ও ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠিত হবে শোলাকিয়া ঈদগাহে। প্রতিবছর মতো এবারও ঈদের নামাজ আদায় করতে মুসলিম বিশ্বের লাখো মানুষ একত্রিত হবেন। কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগায়েরও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঈদের জামাত:
ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়। জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন, ক্বারী হিসেবে থাকছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান, উপস্থাপক হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সাবেক পরিচালক মাওলানা এটিএম ইনামুল হক।

প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান, মুকাব্বিরের দায়িত্বে থাকছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, মুকাব্বিরের দায়িত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. বাহার মিয়া।

ইস্ট লন্ডন জামে মসজিদের সাবেক খতীব ড. মাওলানা আবদুল কাইয়ুম আল আযহারীর ইমামতিতে অনুষ্ঠিত হবে সকাল ১০টায় চতুর্থ জামাত।

পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ইমামের দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

পশ্চিম আগারগাওয়ের দারুল ঈমান জামে মসজিদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটার মসজিদ-এ তৈয়্যেবিয়ায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। মোহাম্মদপুরের বাবর রোডের বাইতুত তাইয়্যেব জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। মোহাম্মদপুরের শেখের টেকের পিসিকালচার হাউজিং সোসাইটি জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল পৌনে ৮টায় এবং সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। যদি বৃষ্টি হয় তবে সকাল ৯টায় জামাতটি অনুষ্ঠিত হবে বংশাল বড় জামে মসজিদে। এতে ইমামতি করবেন মাওলানা মোস্তফা কাশেমী।
রাজধানীর জামিয়া নূরিয়া ইসলামিয়া ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত হবে। ইমামতি করবেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। রহমতিয়া জামে মসজিদের প্রধান জামাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি সুলতান মহিউদ্দিন। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন মাওলানা হারুনুর রশিদ।
বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া