adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তুমুল যুদ্ধের’ হুঁশিয়ারি রিজভীর

নিজস্ব প্রতিবেদক : সংকট নিরসনে আলোচনার আহ্বানে সাড়া না দিলে সরকারের বিরুদ্ধে তুমুল যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘খুনি-সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা নয়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে এ হুঁশিয়ারি দেন রিজভী। রিজভী বলেন, গণতন্ত্রে যে আলোচনা বা বিতর্কের একটা জায়গা আছে, তা আওয়ামী লীগ বিশ্বাস করে না।
প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আলোচনার আহ্বান না শুনে তিনি (প্রধানমন্ত্রী) দেশে কবরের শান্তি নামিয়ে এনে নিজে শান্তিতে থাকতে চান। তবে তা পারবেন না।বরং এতে তুমুল যুদ্ধের পদধ্বনিই শোনা যাবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিরোধীদলের আন্দোলনকে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড বলছেন। তাহলে মন্ত্রীর জামাই কর্তৃক নারায়ণগঞ্জের সাত খুন, দলীয় নেতাকর্মী কর্তৃক ফেনীর একরাম খুন, মিরপুরের কালশীতে খুন বিশ্বজিত, সানাউল্লাহ নূর বাবু, ত্বকী’র খুন কী?
‘বিএনপির সঙ্গে আলোচনার কথা কেন বলা হচ্ছে তা আমার বোধগম্য নয়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জবাবে রিজভী বলেন, “তার (শেখ হাসিনা) তো বোধগম্য না হওয়ারই কথা। কারণ ভোটারবিহীন নির্বাচনে বিদেশি শক্তির সাহায্যে সরকার গঠন করে সাদ্দাতের বেহেশত পেয়ে গেছেন। এখন তিনি ক্ষমতার রক্ষার জন্য বিরোধী দল দমন ছাড়া কিছুই বোঝেন না।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রধানমন্ত্রীর পারিবারিক জš§দিনের অনুষ্ঠানের মতো। বিএনপি তাদের পাতানো নির্বাচনে গেলে বানুমতির খেলা দেখাতো।
বিএনপিকে সন্ত্রাসী ও খুনি দল বলে অবহিত করায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, এখন পুলিশের বন্দুকের নল বিরোধী শক্তির দিকেই তাক করা। আইনশৃঙ্খলা বাহিনীর সকল অস্ত্র আওয়ামী লীগের টাকায় কেনা কিনা তাও জানতে চান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের মীর সরাফত আলী সপু প্রমূখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া