adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমস – বাংলাদেশের রৌপ্য জয়

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কমনওয়েলথের ২০তম আসরের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি।
শুক্রবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি এ কৃতিত্ব অর্জন করেন। ১০ মিটার এয়ার রাইফেলে ২০২.১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করছে। ২০৫.৩ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে রয়েছে ভারতের অবিনব বিন্দ্র।
তবে ২০তম আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। সাইক্লিং, সাঁতার, টেবিল টেনিস ও ভারোত্তলনে হতাশাজনক পারফরম্যান্সের পর রৌপ্য জয়ে কিছুটা আশা দেখলো বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের হিট থেকেই বাদ পড়েন মাহফুজা খাতুন। সব মিলিয়ে হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হন তিনি। তাই সেমি-ফাইনালে আর জায়গা হয়নি তার।
একই রাতে মেয়েদের ভারোত্তলনে ৪৮ কেজি ওজন শ্রেণীতে ষষ্ঠ হন মোল্লা সাবিরা। সব মিলিয়ে ১৪২ কেজি ওজনই তুলতে পারেন তিনি। এ ইভেন্টে সোনা ও রূপার পদক দুটি গেছে ভারতের দুই ভারোত্তলকের অধিকারে। আর ১৬২ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন নাইজেরিয়ার প্রতিযোগী।
বুধবার রাতে স্কটল্যান্ডের গ্লাসগোয় সেল্টিক পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে কমনওয়েলথ গেমসের।
এবারের আসরে ৭১টি দেশ ও অঞ্চলের প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া