adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একই গাছে ৪০ রকমের ফল ফলে, ফুল ফোটে

আন্তর্জাতিক ডেস্ক : পিচ, পাম, অ্যাপ্রিকট, আমণ্ড, চেরি একই গাছে! ভাবতে অবাক লাগলেও সত্যি!
এমনই এক চমকপ্রদ আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন নিউ ইয়র্কের উদ্ভিদবিদ শ্যাম ভ্যান আকেন৷ দীর্ঘ গবেষণায় এমন এক গাছ তিনি সৃষ্টি করেছেন যাতে একই সঙ্গে ৪০ রকমের ফল ধরে৷ শুধু তাই নয়, বিভিন্ন সময় সেই চমকপ্রদ গাছ ভরে থাকে গোলাপি, বেগুনিসহ নানা সুগন্ধি ফুলে৷ 
কিন্তু কীভাবে সম্ভব হয়েছে এমন আবিষ্কার ? জানা গিয়েছে, ২০০৮ সালে নিউইয়র্কে একটি ২০০ বছরের পুরনো উদ্যানের সন্ধান পান শ্যাম৷ গাছের প্রতি টান ও গবেষণার স্বার্থে তা কিনে নেন তিনি৷ তারপর গ্র্যাফটিং পতিতে বিভিন্ন্ গাছের ফলের বীজ থেকে সংকরায়ণের মাধ্যমে বর্তমান চমকপ্রদ গাছটি আবিষ্কার করেন৷ যে গাছে একই সঙ্গে ৪০ রকমের ফল হয়৷ ৪০ টি ফলের ৪০ রকমের ফুলও ফোটে৷
এই সাফল্যে নতুন করে গবেষণার উত্সাহ পেয়েছেন শ্যাম৷ ভবিষ্যতে তিনি আরও চমকপ্রদ গাছ আবিষ্কার করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া