adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসের জমকালো উদ্ধোধন

স্পোর্টস ডেস্ক : ২০তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন কমনওয়েলথ প্রধান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বুধবার ৪০ হাজার উপস্থিত দর্শককে সঙ্গে নিয়ে সেল্টিক পার্কে এ উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সময় রাত ৮ টা ১৪ মিনিটে এ উদ্বোধন শুরু হয়। রাত ৮টা মানে আন্তর্জাতিক সময়ে ২০টা এবং ১৪ মিনিট যোগ করলে সময়টা দাঁড়ায় ‘২০১৪’ ঘণ্টা। সময়টা নির্ধারন করা হয়েছে এভাবে।
স্কটল্যান্ডে ৭১ জাতির অংশগ্রহণে ১৭টি ভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় সাড়ে ৪ হাজার ক্রিড়াবিদ। ১১ দিনের এ আসরটি স্কটল্যান্ডের ইতিহাসে সর্ববৃহত আয়োজন। ২৩ জুলাই শুরু হওয়া এ আসর শেষ হবে ৩ আগস্ট। আসরে থাকবে মোট ২৬১টি পদক। এছাড়া রেকর্ড পরিমাণ প্যারা-স্পোর্টসের পাঁচটি ইভেন্টেও অংশ নিবেন ক্রিড়াবিদরা।
অন্যান্য দেশের মতো বাংলাদেশও অংশ নিয়েছে কমনওয়েলথ গেমসে। আসরের ১০টি খেলায় বাংলাদেশের ৩০জন ক্রীড়াবিদ অংশ নিবেন।
বাংলাদেশ থেকে আটজন শুটিংয়ে, চারজন ভারোত্তলনে, তিনজন করে সাইক্লিংয়ে, টেবিল টেনিস ও বক্সিংয়ে, দু’জন করে দৌড়, ব্যাডমিন্টন, সুইমিং ও কুস্তিতে এবং একজন জিমন্যাস্টিকে অংশ নিবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া