adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপডেট- ১১৬ জন যাত্রী নিয়ে ভূপাতিত আলজেরিয়ার বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভেঙে পড়ল এয়ার আলজেরির নিখোঁজ বিমান৷ এএইচ ৫০১৭ বিমানে ১১০ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন৷ তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ যদিও বিমান ভেঙে পড়ার কথা এখনও ঘোষণা করেনি বিমান সংস্থা৷ তবে একটি ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, ১১৬ জন যাত্রী নিয়ে এয়ার আলজেরির বিমানটি নাইজারের কাছে নিয়ামে এলাকায় ভেঙে পড়ে৷
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাইজারের আকাশ থেকে ওড়ার সময় ঝড়ের কবলে পড়েছেল বিমানটি৷ চালক অন্য রুট ধরার জন্য এটিসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও খবর৷ এদিকে বিমান সংস্থা জানিয়েছে, এএইচ ৫০১৭ বিমানটিতে ৫০জন ফরাসি নাগরিক ছিলেন৷
বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার বুরকিনা ফ্যাসোর ওউয়াগাদাউগউ থেকে আকাশে ওড়ার পর এক ঘণ্টা পর থেকে নিখোঁজ হয় এয়ার আলজেরির বিমান এএইচ ৫০১৭৷ বিমান নিখোঁজের কথা স্বীকার করে নিয়ে বিমান সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ওউয়াগাদাউগউ থেকে আলজিরিয়ার রাজধানী আলজিয়ার্স ফিরছিল বিমানটি৷ বিমানের খোঁজে দফা জফায় জরুরি বৈঠক করছেন বিমান সংস্থার কর্তা ব্যক্তিরা৷ 
উল্লেখ্য, বুধবার সন্ধেবেলা তাইওয়ানের পেংঘু এলাকায় জরুরি অবতরণের সময়ে ট্রান্স-এশিয়ার একটি বিমান ভেঙে মৃত্যু হয় ৫১ জনের৷ গুরুতর জখম হন সাতজন৷ অন্যদিকে, গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে মিসাইল হানার জেরে মাঝ আকাশেই ধ্বংস হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান৷ ঘটনায় প্রাণ হারান ২৯৮ জন৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া