adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড্ডায় শ্রমিক অবরোধ – বেতন বোনাস চাই, পুলিশের গুলি

index_45508ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডায় বেতন বোনাসের দাবীতে সড়ক অবরোধ করেছে রহমত ্উল্লাহ গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার বিকেল ৪টার পর এ অবরোধ করেছে বলে জানা গেছে।
এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। পোশাক শ্রমিকরা জানান, আজকে তাদের বেতন বোনাস দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। ফলে কর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এরপরই রাস্তায় নামেন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বিকেলে গার্মেন্টস ছেড়ে হঠাৎ মিছিল করতে করতে সড়কে নেমে আসেন শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ গিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠেন। এতে সড়কে গাড়ি চলাচলের উপযোগী করতে শ্রমিকদের ওপর লাঠচার্জ করে পুলিশ। শ্রমিকরা পাল্টা ইট পাটকেল ছুঁড়লে পুলিশ শটগানের ২৫ থেকে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে এবং ব্যাপক টিয়ারসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করেছে পুলিশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া