adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৫ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

সরকারের লোগো {focus_keyword} ৩৫ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল v05ybapr e1405933848133নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে ৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর গেজেট ও সনদ বাতিল করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মাঠ পর্যায়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দারা সরেজমিনে তদন্ত করে। তাদের সুপারিশের প্রেক্ষিতে ৩০ জনকে, জেলা প্রশাসকের প্রতিবেদনের প্রেক্ষিতে ২ জনকে, দুই ঠিকানায় সনদ থাকায় ১ জনের এবং বয়স উপযুক্ত না হওয়ায় ২ জনসহ মোট ৩৫ জনকে প্রকাশিত গেজেট এবং তাদের নামে মন্ত্রণালয় হতে ইস্যুকরা সনদপত্র বাতিল করা হলো।
যাদের সদন বাতিল করা হয়েছে তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব শেখ আলাউদ্দিন, রেলের এডিজি সোলায়মান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবদুর রশীদ হাওলাদার, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদিন, কর পরিদর্শক দেলোয়ার হোসেন, রেল মন্ত্রণালয়ের শাফিয়ার রহমান, আব্দুল ওয়ারেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আব্দুল আলিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজহার আলী খান, ভূমি মন্ত্রণালয়ের আ ল ম বজলুর রশিদ, প্রাথমিক ও গণশিক্ষার এটিএম শাহজাহান, শিক্ষা মন্ত্রণালয়ের দানেশ মিয়া, কৃষি মন্ত্রণালয়ের আব্বাস আলী খান, কাস্টমসের শেখ মাহবুববুল আলম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জিক কুমার রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রওশন আলম, সোনালী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ এটিএম আবদুল হাই খান, রাজারবাগ পুলিশ লাইনের বেতার শাখার কনস্টেবল সোলায়মান বিশ্বাস, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অফিস সহকারী হারুন অর রশিদ খান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী শাহজাদ আজিম, নওগাঁ পৌরসভার আদায়কারী একেএম জালাল উদ্দিন, একই পৌরসভার স্বাস্থ্য সহকারী হাশেম আলী, ময়মসিংহের ফুলবাড়ীয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম হাবিবুল্লাহ, ঝালকাঠির রাজাপুরের কেএ নিজাহার উদ্দিন খান, চাঁদপুর জেলার টিএসআই নুরুন্নবী পাটোয়ারী, যমুনা অয়েল কোম্পানির প্রাক্তন ম্যানেজার গোলাম রব মোল্লা, সাতক্ষ্মীরা আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আবুল হোসেন, মানিকগঞ্জ সিংগাইরের আবু হোসেন মিয়া, কুড়িগ্রাম উলিপুরের মোহাম্মদ আলী, নোয়াখালীর বেগমগঞ্জের নুর ইসলাম, সাতক্ষ্মীরা শ্যামনগরের এমএ মজিদ ( দুটো সনদের একটি বাতিল), জয়পুরহাটের বেলাল হোসেন আকন্দ, টাঙ্গাইল ঘাটাইলের আব্দুল মালেক।
উল্লেখ্য, এর আগে মন্ত্রণালয় থেকে ১১৬ জনের সনদ বাতিল করা হয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া