adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাড়ি কিনতে দেশের ২০ হাজার কোটি টাকা পাচার!

images (62)ডেস্ক রিপোর্ট : খবরটি শুনলে বিশ্বাসযোগ্য মনে হবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিবীদ আর ব্যবসায়ীদের পক্ষে সবই সম্ভব। নিজ দেশের টাকা দিয়ে মালয়েশিয়া বাড়ি কিনেছেন। তাক লাগানোর মতোই সংবাদ। দৈনিক আলোকিত বাংলাদেশ এ নিয়ে বিশদ প্রতিবেদন তৈরি করেছে। ‘জয়পরাজয়’ ভিজিটরদের জন্য সংবাদটি হুবহু তুলে ধরা হলো-
মালয়েশিয়ায় ৪ হাজার প্লট-ফ্ল্যাট ক্রয় করেছেন বাংলাদেশের রাজনীতিক থেকে শুরু করে ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। এভাবে ১০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আর সেকেন্ড হোমের সুবিধা নেয়ার প্রয়োজনে ৬ হাজার কোটি টাকা এবং সরাসরি প্লট বা ফ্ল্যাট কেনা বাবদ ৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। গত দশ বছরে এধরনের পুঁজি পাচার করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিপুল অর্থ বিদেশে নেয়ার সুযোগ না থাকায় পুরো অর্থই পাচার হয়েছে অবৈধ হুন্ডির মাধ্যমে।
অবাক হওয়ার বিষয় হলেও ঘটনা সত্য, অন্তত ৪ হাজার বাংলাদেশির ‘সেকেন্ড হোম’ এখন মালয়েশিয়া! মালয়েশিয়া সরকারের ‘মাই সেকেন্ড হোম প্রোগ্রাম’ এর সুযোগ নিয়ে এরই মধ্যে সেদেশে প্লট বা ফ্ল্যাটের মালিক হয়েছেন তারা। এতে দুই বছর আগেও যেখানে ‘মাই সেকেন্ড হোম প্রোগ্রাম’ এ শীর্ষ ১০-এর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, এখন তা এসে দাঁড়িয়েছে দ্বিতীয়তে। মালয়েশিয়ায় প্লট-ফ্ল্যাট কেনার তালিকায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, চিকিতসক, ব্যবসায়ী, এমনকি শিক্ষকও। সংখ্যা বিবেচনায় সবার শীর্ষে রাজনীতিবিদ ও ব্যবসায়ী।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধা নেয়া ব্যক্তিদের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। 
সূত্র জানায়, মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধা নেয়া রাজনীতিবিদের তালিকায় রয়েছেন বিএনপি সরকার আমলের বন ও পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজ, অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, বিএনপি নেতা এইচএম সেলিম (সিলভার সেলিম), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী, ফেনীর আলোচিত রাজনীতিক নিজাম উদ্দিন হাজারী এমপি, আওয়ামী লীগ নেতা হাজী সেলিম এমপি, আবুল বাশার, মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, এরশাদপুত্র রাহীর আল মাহী (সাদ) এরশাদ প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও মালয়েশিয়ায় সেকেন্ড হোমের সুবিধা নিয়েছেন বলে জানা গেছে। এর বাইরে রয়েছেন বেসিক ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা, এসএমটি গ্র“পের স্বত্বাধিকারী বাবুল হোসেন, ব্যবসায়ী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সেলিম হোসেন, খোকন তালুকদার, খান আবু জাফর, প্রফেসর আবদুল্লাহ, অটো মিউজিয়ামের স্বত্বাধিকারী ডন, ওরিয়েন্টাল ব্যাংকের ম্যানেজার হাররুণ অর রশিদ, রাজধানীর পল্টনের রোকেয়া ম্যানসন ও কারপ্লাস গাড়ি শোরুমের স্বত্বাধিকারী রুমি, ওরিয়ন গ্র“পের সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান, মালয়েশিয়া এয়ারলাইন্স বাংলাদেশ প্রতিনিধি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন মানিক, সাবেক সচিব হারুনুর রশিদ, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন প্রধান, রাশেদ বাদল ও আলমগীর হোসেন।
সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে ২ হাজার ৯৫৬ বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম সুবিধা নিয়েছেন। এর মধ্যে ২০০২ সালে বিশেষ কর্মসূচি শুরুর বছরে কোনো বাংলাদেশি এ সুবিধা নেননি। তবে ২০০৩ সালে এসে ৩২ জন, ২০০৪ সালে ২০৪, ২০০৫ সালে ৮৫২, ২০০৬ সালে ৩৪১, ২০০৭ সালে ১৪৯, ২০০৮ সালে ৬৮, ২০০৯ সালে ৮৬, ২০১০ সালে ৭৪, ২০১১ সালে ২৭৬, ২০১২ সালে ৩৮৮ এবং গত বছরের ১৫ আগস্ট পর্যন্ত ৪৮৬ জন ওই সুবিধা নেন। ‘সেকেন্ড হোম প্রোগ্রাম’ এর বাইরেও ৪ হাজারের বেশি বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে নিজ উদ্যোগে সরাসরি প্লট-ফ্ল্যাট কিনেছেন।
সূত্র জানায়, মালয়েশিয়ায় প্লট-ফ্ল্যাট কেনা বাবদ এক দশকে বাংলাদেশ থেকে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এর মধ্যে সেকেন্ড হোমের সুবিধা নেয়ার প্রয়োজনে ৬ হাজার কোটি টাকা এবং সরাসরি প্লট বা ফ্ল্যাট কেনা বাবদ ৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিপুল অর্থ বিদেশে নেয়ার সুযোগ না থাকায় পুরো অর্থই পাচার হয়েছে অবৈধ হুন্ডির মাধ্যমে। দেশের টাকা বিদেশে বিনিয়োগ করে প্লট-ফ্ল্যাট কেনা ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭’ এর লঙ্ঘন। বিষয়টি স্মরণ করিয়ে গত বছর বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭’ অনুযায়ী বিদেশে স্থাবর সম্পত্তি কেনার সুযোগ নেই। তারপরও মালয়েশিয়ায় সেকেন্ড হোম করার হিড়িক থেমে নেই।
সংশ্লিষ্টরা জানান, সেকেন্ড হোমের সুবিধাপ্রাপ্তরা ১০ বছরের মাল্টিপল ভিসা, করমুক্ত গাড়ি-বাড়ি এবং বিভিন্ন ব্যবসা করার সুযোগ পান। পাশাপাশি তাদের সন্তানরা পান স্থানীয় নাগরিকদের সন্তানদের মতোই পড়াশোনার সুযোগ। এছাড়া সুবিধাপ্রাপ্তরা পাসপোর্টে দেয়া হয় ‘মালয়েশিয়া- মাই সেকেন্ড হোম’ সিলমোহর।
সংশ্লিষ্টরা আরও জানান, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের সুবিধা নিতে শুধু বাংলাদেশিরাই নয়, অন্যান্য দেশের নাগরিকও হুমড়ি খেয়ে পড়েছেন। এ কারণে মালয়েশিয়া সরকার সেদেশের পর্যটন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে নতুন সিদ্ধান্ত নিয়েছে। মাই সেকেন্ড হোম প্রোগ্রামের সুবিধা দিতে ৩ লাখ রিঙ্গিত অর্থাত প্রায় ৭৫ লাখ টাকার পরিবর্তে ৫ লাখ রিঙ্গিত অর্থাত ১ কোটি ২৫ লাখ টাকা ব্যাংক ডিপোজিট করার সিদ্ধান্ত হয়েছে। যদিও এ অর্থের অর্ধেকই দ্বিতীয় বছরে তুলে নেয়া যায়।
উল্লেখ্য, মালয়েশিয়া সরকার ২০০২ সাল থেকে বিদেশি নাগরিকদের সুবিধার্থে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে। এরপর চীন, বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, পাকিস্তান, কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ওই সুবিধা নিয়েছেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া