adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজার শিশুদের পাশে জার্মান ফুটবলার ওজিল

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি এবং আর্সেনালের সুপারস্টার মেসুত ওজিল বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তা গাজার শিশুদের জন্য দান করবেন বলে জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এর বরাত দিয়ে ডেইলি মেইল এই সংবাদ জানিয়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এর বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, জার্মানি জাতীয় দলের এবং আর্সেনালের হয়ে খেলা এ তারকা ছয় লাখ মার্কিন ডলার গাজা’র শিশুদের জন্য প্রদান করবেন।
তুর্কি বংশোদ্ভুত মেসুত ওজিল বিশ্বকাপে ফাইনালে কোরআন তেলাওয়াত করে মাঠে নামেন। এর আগে রোজার মাসে রোজা রেখে তিনি মাঠ কাঁপান। এছাড়া ইসরাইলকে সমর্থন দেয়ায় ফিফার এক কর্মকর্তার সঙ্গে করমর্দন করেননি এই জার্মান তারকা।
এর আগে আলজেরিয়া ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়ার ফলে প্রাপ্ত তাদের ৫২ দশমিক ৫ লাখ ইউরো গাজার হতাহতদের জন্য দান করেন।
আলজেরিয়ার স্ট্রাইকার ইসলাম স্লিমানি বলেন, আমাদের দলের পুরো স্কোয়াড প্রাইজমানি হিসেবে প্রাপ্ত অর্থ গাজায় হতাহতদের জন্য  দান করার সিদ্ধান্ত নিয়েছে। কেননা, অর্থটা আমাদের চেয়েও তাদের বেশি প্রয়োজন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া