adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাদেরের অসংলগ্ন ডায়ালগ!

obaidul-kader2_2নিজস্ব প্রতিবেদক : ঈদ আসলেই দেশের রাস্তাঘাট নিয়ে নানা কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তার এসব কথাবার্তায় মিল খুঁজে পাওয়া মুশকিল। তিনি কখনো বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করা, নিরাপদ ও শান্তিতে যাতায়াতের ব্যবস্থা করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আবার কখনো বলেন, মানুষ ঈদে বাড়ি যাবে এবং নিরাপদ ও নির্বিঘেœ ফিরে আসবে এমন স্বপ্ন দেখা আমাদের উচিত নয়।
দেশের প্রায় সকল সড়ক-মহাসড়কের বেহাল দশা হলেও কখনো বা তিনি জোর গলায় বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে রাস্তাঘাট অপেক্ষাকৃত ভাল।
রাস্তাঘাট নিয়ে এভাবেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলে চলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রত্যেক ঈদের আগে তিনি নিজের মনগড়া এসব বাণী দিয়ে যাচ্ছেন জনগণকে। এক ঈদ শেষ হলে আবার পরবর্তী ঈদের বাণী তৈরি করে রাখছেন। এছাড়া মাঝে মাঝে দু/একটি ঝটিকা অভিযান চালিয়েও তিনি এর আগে আলোচনায় এসেছিলেন।
 
যোগাযোগমন্ত্রী কাদেরের কমন ডায়ালগ!
 
ঈদুল ফিতর-২০১২ এর আগে :
ঈদের আগে সড়ক-মহাসড়ক মেরামত করা পদ্মাসেতুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
 
ঈদুল আযহা-২০১২ এর আগে :
আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে স্বস্তি দেওয়া। তাই বলে আমাদের এমন স্বপ্ন দেখা উচিত হবে না যে, মানুষ বাড়ি যাবে এবং নিরাপদ ও নির্বিঘেœ ফিরে আসবে।
 
ঈদুল ফিতর-২০১৩ এর আগে :
জনদুর্ভোগ কমাতে প্রয়োজনে ক্ষমতার শেষ দিন পর্যন্ত আমি রাস্তায় থাকবো।
 
ঈদুল আযহা-২০১৩ এর আগে :
দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।
 
এবছর :
আগে আমি বলেছিলাম-মানুষ শান্তিতে বাড়ি ফিরবে। কিন্তু শান্তি এখন অধরা। এ বছর আমরা মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা করবো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া