adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরানবিরোধী নিষেধাজ্ঞায় আমেরিকার ১৭৫ বিলিয়ন ডলার ক্ষতি

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে সই করছেন বারাক ওবামাআন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আমেরিকা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পক্ষ থেকে সোমবার প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়- ১৯৯৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সম্ভাব্য রাজস্ব বাবদ ১৭৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে মার্কিন সরকার।
রিপোর্টে বলা হয়েছে- এই ক্ষতির পরিমাণ হচ্ছে শুধু শিল্প-কারখানা সংক্রান্ত; এর বাইরে নিষেধাজ্ঞার কারণে অন্যান্য ক্ষতির অংক যোগ করা হয় নি। ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা যোগ করলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে।
এছাড়া, মার্কিন অর্থনৈতিক সংকটের কারণে ওই সময়ে আমেরিকা প্রতি বছর ৫০,০০০ থেকে ৬০,০০০ কর্মসংস্থান হারিয়েছে। সে মাত্রা ২০০৮ সালে বেড়ে দু লাখ ৭৯ হাজারে দাঁড়ায়। আর আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস ও ক্যালিফোর্নিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া