উত্তর প্রজন্মে সজল-তিশা
বিনোদন প্রতিবেদক : গালভর্তি কাচাপাকা দাড়ি, গোঁফটা রাজ-বাদশাদের মতো তা দেওয়া। সজলকে এমন রূপে দেখা যায়নি কখনও। তার এই সাজগোজ ‘উত্তর প্রজন্ম’ নাটকে অভিনয়ের জন্য। এতে তার সহশিল্পী তিশা।
গল্পে সজলের চরিত্রের নাম মুশফিক। মিডিয়াপাগল ছেলে সে, হতে চায় বড় অভিনেতা। এমবিএ শেষ না করে সে মিডিয়ায় কাজ করতে গেলে পরিবার থেকে আসে নানা বাধা। এরপর বাস্তব জীবনে বিভিন্ন চরিত্র সেজে নানাজনের উপকার করে বেড়ায় মুশফিক। বিভিন্ন বেশভূষায় পরোপকার করতে গিয়ে একদিন সাবিনার (তিশা) সঙ্গে পরিচয় হয় তার।
নাটকটি লিখেছেন ড. ইনামুল হক, পরিচালনা করেছেন শাহাজাহান মিয়া। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যায়ন হয়েছে। এখানে আরও আছেন চিত্রলেখা গুহ, আমিরুল ইসলাম প্রমুখ। আসন্ন রোজার ঈদে বিটিভিতে প্রচার হবে ‘উত্তর প্রজন্ম’।