adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের কামড়ে ওঝার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সাপের কামড়ে  মৃত্যু হল ওঝার। শুক্রবার রাতে সন্দেশখালি থানার জ্যোতিষপুর গ্রামে এই ঘটনা ঘটে৷ পুলিশ ও স্হানীয়রা জানান, মৃতের নাম বাচস্পতি সর্দার (৫২)। দক্ষিণ চবিবশ পরগনা জেলার জীবনতলা গ্রামে বাড়ি তার। সাপে কামড়ানোর ওষুধ বিক্রি করা, সাপ ধরে বিষ সংগ্রহ ও বিক্রয় করা ছাড়া গ্রামগঞ্জে সাপ খেলা দেখানোও বাচস্পতির জীবিকা ছিল। সন্দেশখালির গ্রামগুলি থেকে সাপ ধরার জন্য তিনি সম্প্রতি জ্যোতিষপুর গ্রামে এসে অস্থায়ীভাবে বাস করছিলেন জ্যোতিষপুর পূর্বপাড়ায়। সম্প্রতি ধরা দুটো বিষধর সাপ ছিল তার ঝাঁপিতে৷ 
শুক্রবার রাতে ওই ঝাঁপির মধ্যে থেকে একটা সাপ বাইরে বের করে এনে সতর্ক হয়েই তাকে নিজের হাতেই মাছ খাওয়াচিছলেন ওই সাপুড়ে। একটুর জন্য অন্যমনস্ক হতেই বিষধর কেউটে আচমকাই তার হাতে ছোবল মেরে দেয়। গ্রামের লোকজন তাকে সরবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া