বিএনপি ঘর ছাড়া হয়েছে : ইকবাল সোবহান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ঘর ছাড়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শনিবার রাতে গোলাম মোর্তোজা’র উপস্থাপনায় বাংলাভিশনে ‘নিউজ অ্যান্ড ভিউজ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপি এখন পার্লামেন্টে বিরোধী দল নয়। তারা রাজপথের বিরোধী দল। রাজপথের বিরোধী দল হিসেবে আন্দোলনের কথা বলবে এটিই স্বাভাবিক। নেতাকর্মীদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতে এমন কথা বলতে হয়। সরকার রাজনৈতিকভাবে তাদের আন্দোলন মোকাবেলা করবে।
মাহফুজ উল্লাহ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট দূর করার জন্য অবশ্যই সংলাপের প্রয়োজন রয়েছে। সংলাপ ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।