adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ডাচদের বিরুদ্ধে সান্ত্বনার জয় চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে  সাত  গোল খাওয়ার পরে ব্রাজিল এখন সর্বহারা৷ ফুটবল খেলার ইচ্ছাটাও চলে গিয়েছে ফ্রেড-অস্কারদের৷ তবুও  ফিফার নিয়মে  আজ শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধাণী ম্যাচ খেলতে হবে ব্রাজিলিয়ানদের৷ গোটা ফুটবল দুনিয়া ভাবছে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে ব্রাজিল৷ কোচ লুইস ফেলিপ স্কলারিও অবশ্য সেই লক্ষ্যই স্থির করেছেন৷
জার্মানি ম্যাচে হারের লজ্জা কাটিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সান্ত্বনা জয় চাইছেন অস্কারদের কোচ। জার্মানির বিরুদ্ধে ফ্রেড আশানুরূপ খেলতে পারেননি৷ সেক্ষেত্রে ডাচদের বিরুদ্ধে ফ্রেডকে প্রথম একাদশে রাখবেন কি না তা নিয়ে দ্বিধায় রয়েছেন ব্রাজিলিয়ান কোচ৷ নেইমারের পরিবর্তে আক্রমণে খেলবেন উইলিয়ান৷ 
সেমিফাইনাল ম্যাচে বার্নার্ড খেলতেই পারেননি ওই পজিশনে। তাই ডাচদের বিরুদ্ধে শুরু থেকেই উইলিয়ানকে খেলাবেন স্কলারি৷
তবে আক্রমণে বড়সড় পরিবর্তন না হলেও রক্ষণে পরিবর্তন হচ্ছেই৷ মাইকন ও মার্সেলোর পরিবর্তে দানি আলভেজ ও  ম্যাক্সওয়েল মাঠে নামতে চলেছেন৷ জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের রক্ষণই ডুবিয়েছে৷ তাই তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে রক্ষণ আঁটোসাটো করেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চাইছেন স্কলারি৷
ব্রাজিলের পতনের পরে সাবেকরা স্কলারির দলের কঠোর সমালোচনা করেছেন৷ তাদের বক্তব্য, “ভুল থেকে শিক্ষা নিক  ব্রাজিল। তাই জার্মানি ম্যাচে যে ভুলগুলো করেছিলো সেই ভুল আর করতে চান না স্কলারি৷ তাই ভেঙে পড়া ফুটবলারদের তাতিয়ে নেদারল্যান্ড ম্যাচের জন্য চাঙ্গা করছে টিম ম্যানেজমেন্ট৷
শনিবারের ম্যাচে কমলা বাহিনীর আর্জেন রোবেনকে নিয়েই যাবতীয় চিন্তা ব্রাজিল শিবিরে৷ গত বিশ্বকাপে মূলত রোবেনের জন্যই ছিটকে গিয়েছিলো ব্রাজিল৷তাই বিপক্ষ দলের প্রধান অস্ত্রটিকে নিয়ে কিছু পরিকল্পনা করছেন স্কলারি৷পাশাপাশি রোবেনের ‘ভুয়ো ড্রাইভ’ নিয়েও সতর্ক ব্রাজিল শিবির৷
এদিকে, আর্জেন্টিনার কাছে  টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও  ভেঙে পড়েনি ডাচ শিবির৷ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফের ব্রাজিলকে ধাক্কা দেওয়ার জন্য তৈরি লুইস ফন গালের দল৷ ডাচ কোচও চাইছেন ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে একটা সান্ত্বনা জয় পেতে৷
ফন গাল বলেছেন, আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছি৷ ছেলেরা দুঃখ পেয়েছে ঠিকই, তবে একেবারে ভেঙে পড়েনি। শনিবার আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামব।   –

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া