adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

COURT-pic550 {focus_keyword} স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন COURT pic550 e1404054029299নিজস্ব প্রতিবেদক : স্ত্রী হত্যার দায়ে ডা. তুজাম্মেল হোসেন ও তার কথিত প্রেমিকা শামসুন্নাহার ওরফে নার্গিসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদেরকে সশ্রম কারাদণ্ডের অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাভোগের নির্দেশ দিয়েছেন। ডা. তুজাম্মল হোসেন ঘটনাকালনি সমেয়ে ঢাকার পঙ্গু হাসপতালের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ডা. তোজাম্মেল হোসেন ঘটনাকালীন সময়ে ঢাকাস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপতাল) সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার পিতার নাম সেইজুদ্দিন। অপর আসামি নার্গিসের বাড়ি পিরোজপুর জেলাধীন কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামে। এ মামলায় মোট ১৮ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন করেছেন আদালত।
মামলার রায় থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ জুলাই মিরপুর ২ নম্বর সেক্টরের এ ব্লকের ৫ নম্বর লেনের একটি বাসায় ভিকটিম ফাহমিদা আক্তার নাজমাকে ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় হত্যা করা হয়।
এসময় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের দুটি চোখ নষ্ট করে ফেলা হয়। আঘাত করে মাথার পেছনের দিক থেতলে দেয়া হয। এছাড়া মুখ, গলা ও বুকের চামড়া ঝলসে দেয়া ছাড়াও তার দুটি পায়েরই রগ কেটে দেয়া হয়। একইসঙ্গে তলপেটে কাটা জখম ও ডান পা ভেঙে ফেলা হয়।
এ মামলাটিতে মোট তিনজন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন। প্রথমে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী তদন্ত শুরু করলেও পরে মামলাটির তদন্ত ভার ডিবি পুলিশের ওপর দেয়া হয়। এ পর্যায়ে তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক মো. শওকত আলম। সর্বশেষে একই সংস্থারই আরেক পরিদর্শক জাকির হোসেন তদন্ত করে ডা. তোজাম্মেল হোসেন ও শামসুন্নাহার ওরফে নার্গিসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৯৯৬ সালে ভিকটিম নাজমার সঙ্গে ডা. তোজাম্মেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর হতেই স্বামীর সঙ্গে নার্গিসের পরকিয়ার বিষয়টি নজরে আসে ভিকটিমের। এ বিষয়ে বাধা দেয়ার কারণে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ১ নম্বর আসামি। এ বিষয়ে ভিকটিম নিজেই ২০০০ সালে মিরপুর থানায় একটি জিডি করেন।
ভিকটিমের ব্যবহƒত মোবাইল ফোনের সূত্র ধরে ডা. তোজাম্মেল হোসেনের কথিত প্রেমিকা শামসুন্নাহার ওরফে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে নার্গিস ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিতে তিনি (নার্গিস) জানান যে, ১ নম্বর আসামি ডা. তোজাম্মেল হোসেনের সঙ্গে তার পরকিয়া প্রেম ও অনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং পারস্পরিক সহায়তায় তারা এ হত্যাকাণ্ড ঘটায়।
এ হত্যাকাণ্ডে নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান।

 
নিজস্ব প্রতিবেদক : স্ত্রী হত্যার দায়ে ডা. তুজাম্মেল হোসেন ও তার কথিত প্রেমিকা শামসুন্নাহার ওরফে নার্গিসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদেরকে সশ্রম কারাদণ্ডের অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাভোগের নির্দেশ দিয়েছেন। ডা. তুজাম্মল হোসেন ঘটনাকালনি সমেয়ে ঢাকার পঙ্গু হাসপতালের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
ডা. তোজাম্মেল হোসেন ঘটনাকালীন সময়ে ঢাকাস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপতাল) সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার পিতার নাম সেইজুদ্দিন। অপর আসামি নার্গিসের বাড়ি পিরোজপুর জেলাধীন কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামে। এ মামলায় মোট ১৮ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন করেছেন আদালত।
মামলার রায় থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ জুলাই মিরপুর ২ নম্বর সেক্টরের এ ব্লকের ৫ নম্বর লেনের একটি বাসায় ভিকটিম ফাহমিদা আক্তার নাজমাকে ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় হত্যা করা হয়।
এসময় ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের দুটি চোখ নষ্ট করে ফেলা হয়। আঘাত করে মাথার পেছনের দিক থেতলে দেয়া হয। এছাড়া মুখ, গলা ও বুকের চামড়া ঝলসে দেয়া ছাড়াও তার দুটি পায়েরই রগ কেটে দেয়া হয়। একইসঙ্গে তলপেটে কাটা জখম ও ডান পা ভেঙে ফেলা হয়।
এ মামলাটিতে মোট তিনজন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন। প্রথমে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী তদন্ত শুরু করলেও পরে মামলাটির তদন্ত ভার ডিবি পুলিশের ওপর দেয়া হয়। এ পর্যায়ে তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক মো. শওকত আলম। সর্বশেষে একই সংস্থারই আরেক পরিদর্শক জাকির হোসেন তদন্ত করে ডা. তোজাম্মেল হোসেন ও শামসুন্নাহার ওরফে নার্গিসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৯৯৬ সালে ভিকটিম নাজমার সঙ্গে ডা. তোজাম্মেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর হতেই স্বামীর সঙ্গে নার্গিসের পরকিয়ার বিষয়টি নজরে আসে ভিকটিমের। এ বিষয়ে বাধা দেয়ার কারণে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ১ নম্বর আসামি। এ বিষয়ে ভিকটিম নিজেই ২০০০ সালে মিরপুর থানায় একটি জিডি করেন।
ভিকটিমের ব্যবহƒত মোবাইল ফোনের সূত্র ধরে ডা. তোজাম্মেল হোসেনের কথিত প্রেমিকা শামসুন্নাহার ওরফে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে নার্গিস ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিতে তিনি (নার্গিস) জানান যে, ১ নম্বর আসামি ডা. তোজাম্মেল হোসেনের সঙ্গে তার পরকিয়া প্রেম ও অনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং পারস্পরিক সহায়তায় তারা এ হত্যাকাণ্ড ঘটায়।
এ হত্যাকাণ্ডে নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান।

 

 

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া