আবার ভারতের আদালতে নূর হোসেন
ডেস্ক রিপোর্ট : ১৪ দিন পর আবারো নূর হোসেনকে পশ্চিমবঙ্গের আদালতে হাজির করা হয়েছে।
সোমবার স্থানীয় (ভারতীয়) সময় সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। জানা যায়, নূর হোসেনকে অনুপ্রবেশকারী প্রমাণ করতে নারায়ণগঞ্জ পুলিশের ভাষ্য মতে এদিন পশ্চিমবঙ্গের বিধাননগর কমিশনারেটের পুলিশ আদালতে বিষয়টি উপস্থাপন করবেন।
নিয়ম অনুযায়ী গ্রেফতার হওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নূর হোসেনের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে তার বাংলাদেশি হওয়ার বিষয়েও। আর তা দিতে না পারলে ৩ মাস পর নূর হোসেনের জামিন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় পলাতক আসামি হিসেবে বিচার কার্যক্রম চলছে। এর আগে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিলো।