adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের দখল থেকে ৭৫ বিঘা জমি উদ্ধার

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্তে ৬৬ বছর ধরে  ভারতের অপদখলে থাকা ৭৫ বিঘা জমি উদ্ধার করেছে বিজিবি।
জমি উদ্ধারের পর শনিবার বেলা ১২ টায় জমির পাশেই বিজিবির পক্ষ থেকে  প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটলিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, আলোচিত ৭৫ বিঘা জমি বাংলাদেশের হলেও  দীর্ঘ ৬৬ বছর ধরে সেটি ভারতের অপদখলে ছিল। প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আলাপ আলোচনার পর জমিটি উদ্ধার ও দখলে নেয়া হয়েছে।
উদ্ধারকৃত জমির মধ্যে ৬৫ বিঘা খাসখতিয়ান ভুক্ত এবং ১০ বিঘা ব্যাক্তি মালিকানাধীন। এসব জমি ১৯৪৯ সাল থেকে অপদখলে ছিল।
এদিকে ভারতের সীমানগরের ১৭৩ বিএসএফ কমান্ড্যান্ট অনিল শর্মা ও বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামানের মধ্যে দীর্ঘ চারমাস ধরে আলোচনার পর জমি উদ্ধার ও দখলে নেয়া হয়। এই জমি দখলে নেয়ায় বেণীপুর গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং আলোচিত জমিতে সীমান্ত হাট স্থাপনের দাবি জানান।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা ও এসিল্যান্ড কামাল হোসেন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া